ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

Pan Card Apply Process: এইবার বাড়িতে বসে ৫ মিনিটেই বানিয়ে ফেলুন প্যান কার্ড, জানুন বিস্তারিত

Updated on:

Pan Card: ব্যবসায়িক প্রয়োজনে হোক কিংবা পাসপোর্ট ভিসা তৈরিতে বর্তমানে আঁধার এবং ভোটারের নতুন গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে প্যান কার্ড (Pan card)। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরিতে সময় লাগতো কয়েক মাস। তবে নাগরিক পরিষেবা হাতের কাছে দিতে বিশেষ পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। ডিজিটাল হয়েছে দেশ। অনেকেই এই ডিজিটাল লেনদেনে ভরসা করতে ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করতে চাইছেন। কিন্তু এর জন্য অতি প্রয়োজনীয় প্যান কার্ড।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

এই প্যান কার্ড বানানো এখন আরো সহজ। কয়েকটি ছোট উপায়েই আপনার ঘরে চলে আসবে প্যান কার্ড। কত টাকা খরচ হবেই কিভাবেই বা আসবে। এই প্রতিবেদনে দেখে নিন খুঁটিনাটি। কোথাও যেতে হবে না ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন আপনার প্যান কার্ড। কিভাবে প্যান কার্ড বানাতে আবেদন করবেন।

একনজরে »

Pan Card Apply Process:

ভারত সরকারের আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান। এরপর E-PAN অপশনে ক্লিক করতে হবে। নতুন E-PAN অপশন চলে আসবে আপনার চোখের সামনে। সেখানে নিজের UIDAI নম্বর দিয়ে দিন। এরপর নিজের মোবাইল নম্বর ও মেইল আইডি নির্ভুলভাবে দিন। এরপর আপনার কাছে চলে আসবে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড।

আরও পড়ুন: WBCHSE Tatkal Review System 2024: ৭ দিনেই মিলবে রিভিউয়ের রেজাল্ট! কত টাকা দিতে হবে পরীক্ষার্থীদের! জানুন বিস্তারিত

ফটো আধার নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর ইমেল আইডি, ঠিকানা ইত্যাদি দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন ( KYC varification) করুন। সব তথ্য ঠিকঠাক ভাবে দেওয়ার পর চেকবক্সে কন্টিনিউ করুন। আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড আসবে। দেওয়া হবে একটি একনলেজমেন্ট নম্বর।

এবার আসি খরচের কথায়। আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন তবে প্যান কার্ড তৈরিতে ১১০ টাকা খরচ হবে। আর বিদেশীদের ক্ষেত্রে ৮৬৪ টাকা। এর সাথে থাকবে gst চার্জ।

প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে ইনস্ট্যান্ট ই প্যান কার্ড। Check status/Download PAN যেকোনো একটি অপশনে ক্লিক করে অবশ্যই স্ট্যাটাস চেক করে নিন। যদি লেখা থাকে PAN allotted successfully তবে পাসওয়ার্ড দিয়ে প্যান কার্ড ডাউনলোড করে নিতে পারেন।

About Author

Leave a Comment