ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

MP & HS Review: মাধ্যমিক উচ্চমাধ্যমিকের খাতা রিভিউতে কী নম্বর বাড়বে পরীক্ষার্থীদের! নাকি ঘটবে উল্টো ঘটনা! জেনে নিন বিস্তারিত

Updated on:

MP & HS Review: সম্প্রতি প্রকাশিত হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। জীবনের প্রথম দুটি বড় ধাপের এই পরীক্ষা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। প্রতিবছরের লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। সকলের ফল আশানুরূপ যে হয় এমনটা নয়। অনেকেই ভালো পরীক্ষা দিলেও মনমতো নম্বর পান না। সেক্ষেত্রে রিভিউ(Review) বা আরটিআই করার পথে হাটেন অনেক পড়ুয়ারাই। কিভাবে রিভিউ করবেন খাতা। রিভিউ করলে কি নম্বর বাড়ার আশা থাকে। কিভাবে দেখতে পাবেন খাতা। রিভিউ নিয়ে অনেক প্রশ্নের উত্তর পাবেন এই প্রতিবেদনে। রিভিউ করলে কি অকৃতকার্য হওয়ার সম্ভাবনা থাকে? ইচ্ছে করলেই কি নম্বর বাড়িয়ে দিতে পারেন শিক্ষকরা!

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

প্রথমে জানতে হবে রিভিউ কথার অর্থ কি! আসলে এটি এসেছে পিপিআর শব্দ থেকে! যার সম্পূর্ণ অর্থ পোস্ট পাবলিকেশন রিভিউ ( Post publication review)। অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হওয়ার পর পুনরায় খাতা যাচাই করার প্রক্রিয়া। রিভিউ করলে কি সত্যিই নম্বর বাড়তে পারে। আসলে পরীক্ষার্থীদের খাতার সঠিক মূল্যায়ন হয়েছে কিনা সেটা দেখা যায় এই রিভিউর মাধ্যমে। সব ক্ষেত্রে যে নম্বর বৃদ্ধি পাবে এমনটা নয়। তবে অধিকাংশ ক্ষেত্রে নম্বর বর্ধিত হওয়ার প্রবণতা থাকে। কোন ছাত্র যদি ১ কিংবা দুই নম্বরের জন্য অকৃতকার্য হয়ে থাকেন , তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সহানুভূতির নিরিখে পাস করিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: WBCHSE Tatkal Review System 2024: ৭ দিনেই মিলবে রিভিউয়ের রেজাল্ট! কত টাকা দিতে হবে পরীক্ষার্থীদের! জানুন বিস্তারিত

এবারে আসা যাক ঠিক কোন কোন বিষয়ে রিভিউ করা উচিত। অনেকেই মনে করেন সব খাতা রিভিউ করলে হয়তো গড়ে নম্বর বাড়ে। এমনটা কিন্তু নয়। যদি নম্বর বাড়ার সম্ভাবনা থাকে তবেই বাড়বে নইলে অযথা টাকা খরচা করতে হবে। আবার কারোর ধারণা রয়েছে রিভিউ করলে হয়তো বা নম্বর কমে যাবে। যদি কোন শিক্ষক আগে থেকে বেশি নম্বর দিয়ে রাখেন সে ক্ষেত্রে রিভিউ করার পরে নম্বর কমে যায় না। আসলে খাতা পুনর্মূল্যায়ন এবং যাচাই করনের জন্যই এই রিভিউ করা হয়। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের আশা ভঙ্গ হওয়ার কোন সম্ভাবনা থাকে না।

 

About Author

Leave a Comment