WBCHSE Tatkal Review System 2024: পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পরিষদ বুধবার 12 শ্রেনীর পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে, এবং সূত্রানুযায়ী প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফলপ্রকাশের পরেই তাড়াহুড়ো পড়ে যায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পালা, কিন্তু এর পাশাপাশি অনেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রে স্ক্রুটিনি বা রিভিউ করতে চান। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আবার সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউ প্রক্রিয়ার পাশাপাশি ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’ প্রক্রিয়া শুরু করা হয়েছে। সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউ প্রক্রিয়ার ক্ষেত্রে সংশোধিত রেজাল্ট আসতে যতদিন সময় লাগবে, তার থেকে অনেক কম সময়েই ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’-র রেজাল্ট পেয়ে যাবে পড়ুয়ারা। তবে সেজন্য বেশি টাকাও খরচ করতে হবে।
WBCHSE Tatkal Review System 2024:-
তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’ (WBCHSE Tatkal Review System) করার ক্ষেত্রে কিছু তথ্য মাথায় রাখা প্রয়োজন, আগামী ১০ মে দুপুর ২ টো থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে আগামী ১৩ মে মধ্যরাতে। ‘তৎকাল স্ক্রুটিনি’-র জন্য ৬০০ টাকা লাগবে। প্রতিটি বিষয়ের ক্ষেত্রে সেই টাকা দিতে হবে। আর ‘তৎকাল রিভিউ’-র ক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য লাগবে ৮০০ টাকা।
সব বিষয়ে ‘তৎকাল স্ক্রুটিনি’-র (WBCHSE Tatkal Review System) জন্য আবেদন করা যাবে। সর্বোচ্চ দুটি বিষয়ের ক্ষেত্রে ‘তৎকাল রিভিউ’ করতে পারবেন পড়ুয়ারা। অনলাইন আবেদন জমা পড়ার সাতদিনের মধ্যে ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’-র ফলাফল প্রকাশ করা হবে।
আরও পড়ুন: Railway Recruitment: দেড় লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি রেলের; জানুন আবেদন পদ্ধতি
যারা সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন করতে চান তাদের ক্ষেত্রে ১০ মে দুপুর ২ টো থেকে স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগামী ২৫ মে মধ্যরাত পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।প্রতিটি বিষয়ের স্ক্রুটিনির জন্য ১৫০ টাকা লাগবে। প্রতিটি বিষয়ের রিভিউয়ের জন্য লাগবে ২০০ টাকা।প্রতিটি বিষয়ের উত্তরপত্রের জন্য স্ক্রুটিনির আবেদন করতে পারবেন পড়ুয়ারা। রিভিউয়ের ক্ষেত্রে দুটি বিষয়ের সর্বোচ্চসীমা বেঁধে দেওয়া হয়েছে। ২৫ মে আবেদন প্রক্রিয়া শেষ হবে। তার এক মাসের মধ্যে স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফলাফল প্রকাশ করবে সংসদ।