ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

West Bengal job vacancy 2024: রাজ্যের ২৩ জেলায় ৬,০০০ কর্মসংস্থান রাজ্যের; জেনে নিন কোন পদে নিয়োগ করা হচ্ছে প্রার্থীদের!

Updated on:

West Bengal job vacancy 2024: রাজ্যের বেকারত্বের চিন্তার মাঝে বেকার চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। তথ্যসুত্রে জানা গেছে, রাজ্যজুড়ে ৬ হাজার শূন্যপেদ কর্মী নিয়োগ করা হবে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ছেলে মেয়েরা নূত্যতম অষ্টম পাশ থেকে মাধ্যমিক পাশ কিংবা উচ্চ যোগ্যতা থাকলে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

রাজ্য সরকারের অধীনে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে এবং সঙ্গে রাজ্যের পে কমিশন অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। সব কিছু মিলিয়ে বেকার চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি বিরাট আনন্দের বিষয়।

একনজরে »

Know About West Bengal job vacancy 2024:

৬ হাজারেরও বেশি শূন্যপদে বেশ কয়েক ধরনের পদও রয়েছে, এক্ষেত্রে গ্রুপ ডি কর্মী থেকে শুরু করে গ্রুপ সি কর্মী পাশাপাশি গ্রুপ বি লেভেলের পদে নিয়োগ করা হবে বলে জানা গেছে এছাড়াও রয়েছে কিছু বিশেষ যোগ্যতায় বিনিময়ে বিশেষ ধরনের পদ। এক্ষেত্রে নূন্যতম ১৮ বছর বয়স থাকলে আবেদন জানানো যাবে তবে সাধারণ কিংবা ওবিসিদের জন্য সর্বাধিক ৪০ বছর বয়স পর্যন্ত আবেদনপত্র জমা করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: FD Interest Rate: টাকা রাখলেই হাতে পাবেন দ্বিগুণ! এইবার এফডিতে উচ্চ হারে সুদ দিচ্ছে এই ৮টি ব্যাঙ্ক!

তাছাড়াও যারা বিভিন্ন কাস্ট থেকে আবেদন করবেন তারা সরকারি বয়সের নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।এই চাকরির জন্য যারা আবেদন করতে হলে আপনি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপনার আবেদনপত্র জমা করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা। ইতিমধ্যে আবেদনপত্র জমা পরা শুরু হয়ে গেছে, শূন্যপদের মোট সংখ্যা রয়েছে ৬৬৫২ টি।

 

About Author

Leave a Comment