India Post Job Recruitment: ভারতীয় ডাক বিভাগে নিয়োগ করা হবে নতুন কর্মী, মাত্র মাধ্যমিক পাশের যোগ্যতায়। বহুল শূন্যপদে করা হবে কর্মী নিয়োগ। ইচ্ছুক প্রার্থীরা জেনে নিন বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।
India Post Job Recruitment Details:
- নিয়োগকারী পদের নাম: বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে।
- ব্রাঞ্চ পোস্ট মাস্টার
- অ্যাসিস্টেন্ট পোস্ট মাস্টার
- ডাক সেবকপদের নাম
- শূন্যপদের সংখ্যা: সুত্র মারফত জানা গিয়েছে প্রায় 20 হাজার পদে নিয়োগ করা হবে।
- শিক্ষাগত যোগ্যতা: যে সকল চাকরি প্রার্থীরা পোস্ট অফিসের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক হবে তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দশম পাশ বা তার সমতুল্য।
- বয়সসীমা: আবেদনকারীদের বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। এছাড়াও OBC, ST, ST ও PWD দের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।
- বেতন: এক্ষেত্রে তিন পদের জন্য আলাদা আলাদা মাসিক বেতন ধার্য করা হবে। এক্ষেত্রে বেতন শুরু হবে 10 হাজার থেকে এবং 29 হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।
- নিয়োগ প্রক্রিয়া : যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের নিয়োগ করা হবে মূলত কোনো লিখিত পরীক্ষা ছাড়াই। এক্ষেত্রে সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:
- সকল চাকরি প্রার্থীরা India Post GDS নিয়োগের আবেদন করবে তাদের অনলাইন মাধ্যমে ফর্ম জমা করতে হবে।
- অনলাইন আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
- এরপর জরুরি সমস্ত তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে।
- সব তথ্য ঠিকঠাক ভাবে পূরণ করে তারপর নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে।
- এরপর আবেদন ফী জমা করতে হবে।
- সবশেষে ভালোভাবে যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে।
● আবেদন ফি: যে সকল চাকরি প্রার্থীরা অনলাইনে ফর্ম পূরণ করবেন তাদের আবেদন মূল্য হিসেবে 100 টাকা সাধারণ ও ওবিসিদের জন্য এবং SC,ST,OBC ও মহিলাদের জন্য কোনো আবেদন ফী জমা করতে হবে না।
বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।