FD Interest Rate: সাধারণ মধ্যবিত্তদের কাছে বিনিয়োগের অন্যতম মাধ্যম বর্তমানে হয়ে উঠেছে ফিক্সড ডিপোজিট। বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টাকার পরিমাণ সুদ দিয়ে থাকেন।কোনও ব্যাঙ্কের সুদের পরিমাণ বেশি তো কোনো ব্যাংকে কম। কোথাও আবার আমানতের মেয়াদের উপরে সুদের হার কমে বাড়ে। তবে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের বাইরে কিছু কিছু স্মল ফিনান্স ব্যাঙ্ক আছে যেগুলিতে বিগত অর্থবর্ষ থেকেই ফিক্সড ডিপোজিটের উপর বেশি সুদ দিচ্ছে।
FD Interest Rate:
সম্প্রতি গ্রাহকদের জন্যে রয়েছে আরও একটি সুখবর, বিনিয়োগ করা অর্থের ওপর পাওয়া যাচ্ছে ৯ শতাংশ সুদ। গ্রাহকদের জন্য এই সুবিধা প্রদান করছে ৮ টি ব্যাংক। নিচে দেওয়া হল এই ব্যাংক গুলির নামের তালিকা এবং তাদের সুদের পরিমাণ।
১)ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্ক বিনিয়োগ করা অর্থের উপর ৯ শতাংশ সুদ দিচ্ছে, মেয়াদকাল রয়েছে ২ বছর ২৭১ দিন।
২)সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাংকে ২ বছর ২ দিনের মেয়াদে ৮.৬৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে।
৩)জন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক স্থায়ী আমানতের উপর ৮.৫% সুদ প্রদান করছে যার মেয়াদ রয়েছে এক বছর।
৪)উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট স্কিমে ৮.৫ শতাংশ সুদ দিচ্ছে যার সময়কাল ২ থেকে ৩ বছর।
৫) ইএসএএফ স্মল ফিনান্স ব্যাঙ্কের গ্রাহকরা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে সুদ পাচ্ছে ৮.২৫ শতাংশ। যার রয়েছে মেয়াদকাল ২৪ থেকে ৩৬ মাস।
৬)ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাংকে ৪৪৪ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটে সুদ পাওয়া যাবে ৮.৫ শতাংশ।
৭)এইইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপজিটে বিনিয়োগ করা অর্থের উপর সুদ দিচ্ছে ৮ শতাংশ। এটি পাওয়া যাবে ১ বছর ৬ মাসের মেয়াদে।
৮)উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ১ বছর ৩ মাসের মেয়াদে ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্কের গ্রাহকরা সুদ দেবে ৮.৫%।