Supervisor Job Vacancy: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এইবার ব্লক লেভেল সুপারভাইজারের জন্য পিএম প্রকল্পের অধীনে ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের সকল জেলার চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। আজকের প্রতিবেদনে এক নজরে দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতিসহ আরো বিশদ তথ্য।
Detailed Information Of Supervisor Job
পদের নাম (Post Name):
- ব্লক লেভেল সুপারভাইজার (Block Level Supervisor)
যোগ্যতা (Qualification):
- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। তবে গ্রুপ C পোস্টের নিচে কর্মরত হলে আবেদন করা যাবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা আবশ্যক। সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা (Age Limit):
- এই পদের জন্য প্রার্থীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন কাঠামো (Salary Structure):
- প্রার্থীদের মাসিক ১০,০০০ টাকা বেতন প্রদান করা হবে।
নিয়োগ পদ্ধতি (Method Of Recruitment):
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সুপাভাইজার পদে প্রার্থী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের জন্য নিম্নোক্ত কয়েকটি ধাপ অনুসরন করতে হবে।
- প্রথমত, প্রার্থীদের বিজ্ঞপ্তি ৩ নম্বর পাতায় থাকা ফরম্যাট অনুযায়ী বায়োডাটা নিয়ে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে।
- বায়োডাটার সঙ্গে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় কপি যুক্ত করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents):
- ফরম্যাট অনুযায়ী বায়োডাটা
- অ্যাডমিট কার্ড (উচচমাধ্যমিক পাস)
- PPO বা পেনশন ডকুমেন্ট
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
- স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজ ছবি (২ কপি)
ইন্টারিউয়ের ঠিকানা (Addres Of Interview):
- Chamber of the Block Development Officer, Galsi-I Development Block