Suhana Khan: বর্তমানে সুহানা খানকে (Suhana Khan) চেনেন না এমন মানুষ নেই। শাহরুখ খানের (Shah Rukh Khan) মেয়ে হিসাবেই তার পরিচিতি রয়েছে দর্শক মহলে। তবে নিজের স্বতন্ত্র একটি পরিচয় গড়ে তুলতেই বাবাকে অনুসরন করে অভিনয় জগতে পা রাখেন সুহানা। ‘দ্য আর্চিসের (The Archies)’ মাধ্যমে অভিনয় জগতে ডেবিউ করেন সুহানা। যদিও এই সিনেমা ঘিরে বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। নেটফ্লিক্সে রিলিজ হওয়া এই সিনেমা দেখে একপ্রকার হতাশ হয়েছেন সকল দর্শক। ইন্ডাস্ট্রিতে সুহানার বয়স মাত্র কয়েক মাস হলেও বাবার মতোই বড় মনের মানুষ সে। আর ঠিক সেই কারণেই বিরাট অঙ্কের টাকা খরচ করে আলিবাগে কৃষিজমি কিনেছেন সুহানা।
Suhana Khan Bougut A Farmland:
যদিও এটি প্রথম না। এর আগেও গত বছর আলিবাগে কৃষিজমি কিনেছিলেন সুহানা খান। আর এইবার মহারাষ্ট্রের আলিবাগের থল গ্রামে একটি চাষের জমি কিনলেন সুহানা খান। IndexTap.com-এর হাতে সুহানার জমির যে কাগজ হাতে এসেছে তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে ৯.৫ কোটি টাকার বিনিময়ে চাষের জমি নিজের নামে করেছেন সুহানা। রায়গড়ের থাল গ্রামে ০.৭৮২ হেক্টর অর্থাৎ ৭৮২০ স্কোয়ার মিটার জমি ক্রয় করেছেন শাহরুখ কন্যা। শাহরুখ কন্যা হওয়ার সুবাদে টাকাপয়সা নিয়ে তেমন ভাবনাচিন্তা কোনোদিনই করতে হয়নি সুহানাকে। উল্লেখ্য, এই সম্পত্তি কিনতে গিয়ে ৫৭ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে শাহরুখ কন্যাকে। গত ১৩ই ফেব্রুয়ারি জমিটি সুহানা খানের নামে হয়ে গিয়েছে।
গত বছর জুনে থল গ্রামেই একটি কৃষিজমি কিনেছেন সুহানা খান। রায়গড় জেলার থল গ্রামে তিন বোন অঞ্জলি, রেখা এবং প্রিয়া খোটের থেকে ১২.৯১ লক্ষ টাকার বিনিময়ে ১.৫ একর বিস্তৃত কৃষিজমি কেনেন সুহানা। তবে অবাক করা বিষয় হলো রেজিস্ট্রির নথিতে গতবার সুহানাকে ‘কৃষিবিদ’ বা ‘এগ্রিকালচারিস্ট’ হিসাবে উল্লেখ করা হয়েছিল তবে সুহানা খান কিন্তু এখনও ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন আর এই চলচ্চিত্রের দুনিয়াতেই নিজের কেরিয়ার গড়ে তুলতে আগ্রহী সুহানা। সুহানার নতুন সম্পত্তি আলিবাগ শহর থেকে গাড়ি করে ১২ মিনিটের দূরত্বে অবস্থিত।আলিবাগে কিং খানের একটি সাগরমুখী বাংলো রয়েছে। সেটিও অবস্থিত থল গ্রামে। এই বাংলোতে হেলিপ্যাড ল্যান্ড করার ব্যবস্থা থেকে সুইমিং পুল, থিয়েটার কি নেই!
প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নাম সুহানা। শাহরুখ কন্যা হওয়ার সুবাদে প্রথম থেকেই তাঁর ফলোয়ার্সের সংখ্যা কম নয়। ইতিমধ্যে ব্রিটিশ যুক্তরাজ্যের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন সুহানা, এরপর নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টসে মাস্টার ডিগ্রি নিয়েছেন তিনি। দ্য আর্চিসের পর এখনও কোনো নতুন ছবির কাজে হাত না দিলেও বিভিন্ন বিজ্ঞাপনে তাঁকে দেখা যাচ্ছে। সুজয় ঘোষের পরবর্তী ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা থাকলেও আপতত সেই প্রোজেক্ট থেকে লক্ষ যোজন দূরে সুহানা।