LIC Scheme 2024: LIC বা জীবন বিমা সংস্থার বিভিন্ন ধরনের প্রকল্প বা স্কিম রয়েছে। সাধারণত এগুলো সাধারণ মানুষের জন্য হয়ে থাকে। তবে কিছু কিছু স্কিম মহিলা বা বৃদ্ধদের জন্য আলাদা করেও হয়ে থাকে। তেমনই লাইফ ইনসিওরেন্স প্ল্যান- র তরফে মহিলাদের জন্য একটি বিশেষ স্কিম নিয়ে আলোচনা করা হবে।
- পলিসির নাম (Name Of The Policy):- আধারশিলা পলিসি। এটি শুধুমাত্র মহিলাদের জন্য।
- টাকার পরিমাণ (Amount received):- ৭৫,০০০ টাকা – ৩ লক্ষ্য টাকা পর্যন্ত নন লিংকড, অংশগ্রহণকারী, ব্যক্তিগত লাইফ ইনসিওরেন্স প্ল্যান থেকে পাবেন গ্রাহকরা।
- প্রতিদিন ৫৮ টাকা করে ২০ বছরের জন্য বিনিয়োগ করে বার্ষিক ২১,৯১৮ টাকা পাওয়া যাবে।
- বয়সসীমা (Age Limits):- ৮-৫৫ বছর।
বিভিন্ন সুবিধা (LIC Scheme 2024 Advantages):- এই স্কিমের বিভিন্ন সুবিধা রয়েছে–
- এই পলিসি গ্রহণের পর যদি এই পলিসি পছন্দ না হয়, তাহলে ১৫ দিনের মধ্যে এই পলিসি বন্ধ করে দেওয়া যেতে পারে। এটি সবচেয়ে বড়ো সুবিধা।
- তিন বছরের বেশি প্রিমিয়াম দিলে গ্রাহকরা ঋণের সুবিধা পেতে পারবেন।
- প্রিমিয়ামের টাকার করে ছাড় পাওয়া যেতে পারেন গ্রাহকরা।
- অসময়ে মৃত্যু হলে বিশেষ সুবিধা পাবেন গ্রাহকরা। এক্ষেত্রে নমিনি সাতগুণ টাকা ফেরত পেতে পারবেন।
প্রয়োজনীয় নথি (LIC Scheme 2024 Required Documents) :- আধার কার্ড।
আরও পড়ুন: Ahona Dutta: দর্শকের মন জিতেছেন খলনায়িকা হয়েই, অভিনয় ছেড়ে অন্য পথে ‘মিশকা’ অহনা!