ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

Gardening Tips: গাছের গোড়ায় দিন এই একটি জিনিস, গোছা গোছা ফুল ফুটবে বাগানে

Updated on:

Gardening Tips: বর্তমানে প্রায় সকল মানুষই বাড়ির ফাঁকা জায়গা বা ছাদে বাগান করে থাকেন। যা বাড়ির শোভা দ্বিগুণ বৃদ্ধি করে। শুধু তাই নয় বাড়ির এক ফালি ব্যালকনিতেও অভিনব পদ্ধতিতে বাহারি ফুলের গাছ লাগান অনেকেই। নিয়মিত পরিচর্যার ফলে একসময় এই গাছগুলি ফুল-ফলে ভরে ওঠে। তবে ঋতুভিত্তিক গাছে ফুল-ফলের সমাহারে পার্থক্য লক্ষণীয়। গ্রীষ্মকালে বাগানে যে ধরনের ফুল বা ফল দেখা যায় শীতকালে শীতকালীন ফল বা ফুলে ছেয়ে যায়।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

Gardening Tips For Growing Flowers

Gardening Tips
Gardening Tips

তবে শীতকালে গাছের পাতা শুকিয়ে গিয়ে মৃতপ্রায় হয়ে যায় অথবা অনেক সময় ঠিক মত ফল-ফুলও হয়না। আর যার কারণে মন খারাপ হয়ে যায় বাগানিদের। গাছে ফুল-ফলের আধিক্য রাখতে অনেকেই বাজার থেকে কিনে আনা রাসায়নিক সার প্রয়োগ করে কিন্তু তাতেও ভালো ফল হয়না। এর বদলে বাড়িতে তৈরি করা সার গাছে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। শীতকালে গাছে জৈব সার প্রয়োগ করলেই গাছে ফুল ফলের সমাহার আবার লক্ষ করা যাবে। জেনে নিন কীভাবে তৈরি করবেন সেই সার।

Gardening Tips
Gardening Tips

বাড়িতে সার তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি হলো কয়েক টুকরো আলু, কলা, অল্প ভিনিগার এবং নুন। সার তৈরির জন্য প্রথমে একটি পাত্রে আলু কেটে রাখতে হবে। তারপর একটি কলা, এক চামচ ভিনিগার ও এক চা চামচ নুন দিয়ে ৫০০ মিলিলিটার জল দিয়ে দিতে হবে। এইবার পাত্রটিকে ২-৩ দিন ছায়ায় রাখতে হবে।

পরে ওই পাত্রে আরও ৫০০ মিলিলিটার জল দিয়ে সার প্রস্তুত করতে হবে। সপ্তাহে একবার এই জল গাছের গোড়ায় প্রয়োগ করলেই গাছে ফুল ফলের আধিক্য চোখে পড়বে। শুধু তাই নয় এই সারের প্রয়োগে গাছের পোকামাকড় দূর হবে এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে। ফুলগাছ রোপনের আগেও এই সার তৈরি করে রাখা যেতে পারে অথবা মাটির মধ্যে কাটা আলু এবং কাটা কলা দিয়ে গাছ রোপণ করলে গাছে ফুলের আধিক্য চোখে পড়বে।

আরও পড়ুন: Post Office Fixed Deposit: ২৫ হাজার টাকা এক বছরের জন্য রাখলে কত রিটার্ন মিলবে? দেখুন এক নজরে

About Author

Leave a Comment