ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

TATA Steel Job Recruitment: টাটা স্টিল কোম্পানিতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি; জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য

Updated on:

TATA Steel Job Recruitment: টাটা স্টিল কোম্পানির পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন কর্মী নিয়োগের। চাকরি সন্ধানীদের জন্য বিরাট সুখবর। নিয়োগে বেতনও মিলবে ভালোই। আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিন।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

Know About TATA Steel Job Recruitment:

  • নিয়োগকারী পদের নাম: জে ই পদে নিয়োগ করা হবে।
  • শূন্যপদের সংখ্যা: শূন্যপদের সংখ্যা সম্পর্কে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
  • শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রে পদের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ বিভিন্ন যোগ্যতায় আবেদন করা যাবে। তাই যোগ্যতা সম্পর্কে বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
  • বয়সসীমা : যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে চান তাদের জন্ম তারিখ থাকতে হবে 1 মে 1984 সালের পরে এবং 1 মে 2006 সালের আগে। এই মধ্যবর্তী সময়ে জন্মগ্রহণ করলে ওই প্রার্থী আবেদন জানাতে পারবেন। এছাড়াও সংরক্ষিতদের জন্য ছাড় দেওয়া হবে।
  • বেতন: টাটা স্টীল কোম্পানির সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে 17,500 টাকা করে। এছাড়াও গ্রেড TSK নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
  • নিয়োগ প্রক্রিয়া: টাটা স্টিল কোম্পানির সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমত লিখিত পরীক্ষা ও পরে মেডিক্যাল টেস্ট সহ অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: West Bengal job vacancy 2024: রাজ্যের ২৩ জেলায় ৬,০০০ কর্মসংস্থান রাজ্যের; জেনে নিন কোন পদে নিয়োগ করা হচ্ছে প্রার্থীদের!

আবেদন পদ্ধতি:

  • প্রথমে টাটা স্টিল কোম্পানির সংশ্লিষ্ট নিয়োগের অনলাইন আবেদন লিংকে ক্লিক করতে হবে।
  • এরপর আবেদন প্রক্রিয়া আরম্ভ করতে হবে।
  • আবেদন ফরমটি আপনার সামনে খুলে যাওয়ার পর নির্দেশ মতো জরুরী তথ্য পূরণ করে সেই আবেদন পত্রটি নির্ভুলভাবে পূর্ণ করতে হবে।
  • আবেদন চলাকালীন প্রার্থীদের অবশ্যই তাদের জরুরি ডকুমেন্টস ও পাসপোর্ট সাইজের ছবি সহ সিগনেচার একটি সাদা কাগজে করে রাখতে হবে।
  • সবশেষে ফাইনাল সাবমিট করার আগে আবেদনপত্রটি ভালোভাবে পড়ে নিতে হবে।
  • এরপর ওই আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট বের করে রাখতে পারবেন।

আরও পড়ুন: FD Interest Rate: টাকা রাখলেই হাতে পাবেন দ্বিগুণ! এইবার এফডিতে উচ্চ হারে সুদ দিচ্ছে এই ৮টি ব্যাঙ্ক!

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র: নির্ভূল ভাবে আবেদন করতে আবেদন চলাকালীন জরুরি সমস্ত ডকুমেন্ট সাথে রাখতে হবে –

  • বয়সের প্রমাণ পত্র
  • শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
  • কাস্ট সার্রিফিকেট (যদি থাকে)
  • পাসপোর্ট সাইজের ছবি
  • সাদা কাগজে সিগনেচার
  • আধার বা ভোটার কার্ড
  • টেকনিক্যাল যোগ্যতা
  • অন্যান্য প্রয়োজনীয়

বিঃদ্রঃ নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন।

About Author

Leave a Comment