ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

Govt Jobs: মে মাসের দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি জারি! জেনে নিন কোন কোন পদের জন্য ফর্ম ফিলাপ হচ্ছে !

Updated on:

Govt Jobs: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। মে মাসের দ্বিতীয় সপ্তাহতেই চাকরির জন্য বিভিন্ন বিজ্ঞপ্তি জারি করা হলো এবং শুরু হয়েছে চাকরির ফর্ম ফিলাপ। ভারতীয় রেলে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। পদের নাম কনস্টেবল ও সাব ইন্সপেক্টর(SI)। এখানে মোট কনস্টেবলের শূন্য পদ রয়েছে ৪২০৮টি, সাব ইন্সপেক্টর পদে শূন্যপদ রয়েছে ৪৫২ জন অর্থাৎ মোট শুন্যপদের সংখ্যা দাঁড়ালো ৪,৬৬০ টি। বিজ্ঞপ্তি অনুসারে কনস্টেবল পদের জন্য মাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা এবং সাবইন্সপেক্টর pde4 স্নাতক পাশ করতে হবে। বয়সসীমা রয়েছে কনস্টেবলদের জন্য সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বচ্চ ২৮ বছর এবং সাবইন্সপেক্টরদের জন্য সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বচ্চ ২৮ বছরের মধ্যে। অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

◆  আবেদনের শেষ তারিখ ১৪ই মে ২০২৪ তারিখ।

◆  দ্বিতীয় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে SCVTWB Apprentice প্রশিক্ষণের জন্য। এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করা ব্যক্তিরা প্রতিমাসে ন্যূনতম ৭,৫০০/- টাকা করে পেয়ে যাবেন স্টাইপেন্ড। শিক্ষাগত যোগ্যতা যোগ্যতার ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে। চাকরি প্রার্থীরা এখানে অনলাইনেই আবেদন চালাতে পারবেন। আবেদন পদ্ধতি এখনো চলছে, এখানে শেষ তারিখ এখনো পর্যন্ত জানানো হয়নি।।

◆  তৃতীয়তো DRDO সংস্থায় Apprentice প্রশিক্ষণ পদের জন্য প্রার্থী নেওয়া হচ্ছে, এখানে ৮টি আলাদা আলাদা ট্রেডে প্রশিক্ষন দেওয়া হচ্ছে। যেমন- ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, কম্পিউটার অপারেটর ও প্রোগ্রামিং এসিস্ট্যান্ট (COPA), কার্পেন্টার, বুক বাইন্ডার ।মোট শুন্যপদ রয়েছে ১২৭ টি।

◆  শিক্ষাগত যোগ্যতা হিসে মাধ্যমিক পাশ এবং নির্দিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে।

আরও পড়ুন: Post Office Scheme: আজই বিনিয়োগ করুন পোস্ট অফিসের এই স্কিমে; বছরে ঢুকবে ২ লাখ টাকার সুদ! জানুন কীভাবে

◆  আবেদন পদ্ধতি অনলাইনেই চলছে, এবং আবেদনের শেষ তারিখ ৩১শে মে, ২০২৪।

◆  চতুর্থ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হাই কোর্টে স্টেনোগ্রাফার নিয়োগের জন্য। এখানে মোট শুন্যপদ রয়েছে ২৪৪ জনের জন্য,শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক পাশ বা সমতুল্য যোগ্যতা প্রয়োজন। নুন্যতম ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়সসীমা রয়েছে। আবেদন পদ্ধতি অনলাইনে চলছে এবং আবেদনের শেষ তারিখ ২৬শে মে, ২০২৪।

আরও পড়ুন: Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে মাত্র ৩৩৩ টাকা জমিয়ে পেয়ে যান ১৬ লক্ষ টাকা! জানুন কীভাবে

◆  পঞ্চম বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জলবিদ্যুৎ দপ্তরের তরফ থেকে Apprentice প্রশিক্ষনের জন্য। এখানে শুন্যপদের সংখ্যা রয়েছে ৬৪ জনের।মাধ্যমিক পাস এবং সাথে ITI ডিগ্রী থাকা আবশ্যক। এবং বয়সসীমা জারি হয়েছে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। আবেদন পদ্ধতি অনলাইনে এবং শেষ তারিখ।

◆  ষষ্ঠ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবোদয় বিদ্যালয়ের তরফ থেকে নন-টিচিং স্টাফ নিয়োগের জন্য। এখানে Female Staff Nurse, Assistant Section Officer, Audit Assistant, Junior Translation Officer, Legal Assistant, Stenographer, Computer Operator, Catering Supervisor, Junior Secretariat Assistant, Junior Secretariat Assistant (JNV Cadre), Electrician-cum-Plumber, Lab Attendant, Mess Helper, Multi Tasking Staff পদ গুলিতে নিয়োগ করা হচ্ছে।

  • মোট শুন্যপদ রয়েছে ১,৩৭৭ জনের,
  • শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন মাধ্যমিক পাশের।
  • বয়সসীমা ২১ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে ।
  • আবেদন পদ্ধতি জানাতে হবে অনলাইনের মাধ্যমে।
  • আবেদনের শেষ তারিখ– ১৪ই মে ২০২৪।
About Author

Leave a Comment