ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

Akash Alam Success Story: পরিযায়ী শ্রমিকের ছেলে হয়েও আইআইটি জ্যামে আকাশছোঁয়া সাফল্য! আকাশের সাফল্যের কাহিনী অনুপ্রাণিত করবে আপনাকেও

Updated on:

Akash Alam: কথায় আছে মানুষ চাইলে কিছু পারে না এমন কোনো কাজ নেই, আজ তারই প্রমাণ দিলেন আকাশ আলম (Akash Alam)। মুড়ি বিক্রি করে নজির গড়লেন শীতলকুচির আকাশ। তার এই কৃতিত্ব সকলের অনুপ্রেরণা হয়ে উঠেছে। প্রবল ইচ্ছাশক্তির জোরেই দিন-রাত এক করে খেটে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি জয়েন্ট এডমিশন টেস্ট ফর মাস্টার্স-এ নিজের জায়গা করে নিলেন আকাশ আলম। সারা দেশ জুড়ে এই পরীক্ষায় ১১৭ র‍্যাঙ্ক করেছে লালবাজার গ্রাম পঞ্চায়েতের আমতলার আকাশ আলম। তবে এমনি এমনি এই সাফল্য অর্জন করেননি তিনি। এর পিছনে রয়েছে তার কঠোর পরিশ্রম।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

সূত্রানুসারে বাবা-মা বোন সহ আকাশ আলমের পরিবারে চারজন সদস্য। তার মধ্যে বোনের বিয়ে হয়ে গিয়েছে। বাবাও অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। ফলেই বর্তমানে মাকে নিয়ে থাকেন আকাশ। বোনের বিয়ে দেওয়ার পর সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে। তাই সংসারের হাল ধরতেই মুড়ি বিক্রি শুরু করেন আকাশ। আর সেই মুড়ি বিক্রি থেকে উপার্জন করে পড়াশোনার খরচ জুগিয়ে IIT জ্যাম (IIT JAM) -এর পরীক্ষায় কৃতিত্ব লাভ করে আকাশ আলম।

আরও পড়ুন: Govt Jobs: মে মাসের দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি জারি! জেনে নিন কোন কোন পদের জন্য ফর্ম ফিলাপ হচ্ছে !

আকাশের কথায়, সকাল-সন্ধ্যা দোকানে মুড়ি বিক্রি করে। রাত্রিবেলা পড়াশোনায় সময় দেয়। আর সেখান থেকেই তার এই নজর কারা সাফল্য। তবে তার ইচ্ছে রয়েছে পড়াশোনা শেষ করে আইআইটিতে শিক্ষকতা করার। অপরদিকে তার এই সাফল্যে আনন্দের পাশাপাশি চিন্তায় কপালে ভাঁজ পড়েছে বাবা-মার। ছেলের পরবর্তী পড়াশোনার খরচ কিভাবে চালাবেন? তবে এই বিষয়ে আকাশের মা রোশনারা বিবি জানান, মুড়ি বিক্রি করে আকাশ নিজের পড়াশোনার খরচ জুগিয়ে চলেছে। তবে তারা কি করবে ভেবে উঠতে পারছে না বর্তমানে ফলে এই সময় কেউ যদি তাদের পাশে দাঁড়ান তাহলে আকাশের স্বপ্ন পূরণ হয়।

আরও পড়ুন: Madhyamik Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ শিক্ষার্থীদের জন্য সুখবর! এইবার নিজের প্রাপ্ত নম্বর থেকে স্কলারশিপের সুবিধা পাবেন পড়ুয়ারা! জানুন বিস্তারিত

সূত্রের খবর, শুধু এই পরীক্ষায় নয়, আকাশের অতীত দেখলে বোঝা যাবে সে কতটা ট্যালেন্টেড ছাত্র। ছোটবেলায় পড়াশোনা করেছেন বিদ্যাসাগর শিশুনিকেতন থেকে। তারপর মাধ্যমিক পাশ করে বড় মরিচা দেলোয়ার হোসেন উচ্চবিদ্যালয় থেকে। এরপর সাইন্স নিয়ে বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে দারুন ফল লাভ করেন উচ্চমাধ্যমিকে। স্কুলের পড়াশোনা শেষ করে ২০২২ সালে ৮৯.৬৭% নাম্বার পেয়ে গণিতে বিএসসি ডিগ্রী অর্জন করেন আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজ থেকে। তারপরেই তার কঠোর পরিশ্রম শুরু হয়। যার ফল প্রকাশ হয় গত ২২শে মার্চ।

About Author

Leave a Comment