ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

Post Office Scheme: আজই বিনিয়োগ করুন পোস্ট অফিসের এই স্কিমে; বছরে ঢুকবে ২ লাখ টাকার সুদ! জানুন কীভাবে

Updated on:

Post Office Scheme: প্রত্যেক মানুষ এখন উপার্জন করার পাশাপাশি চিন্তা করেন কীভাবে নিয়মিত নিজেদের উপার্জিত পুঁজি কোথায় জমিয়ে সুরক্ষিত রাখা যায়। উপার্জনের পাশাপাশি প্রত্যেকেই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান। অতীতে সরকারি এবং কিছু কিছু বেসরকারি সংস্থা রিটায়ারমেন্ট হয়ে যাওয়া ব্যক্তিদের জন্য চালু ছিল পেনশন ব্যবস্থা কিন্তু এখন প্রায়ই উঠে যেতে বসেছে এই ব্যবস্থা, বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে তো বটেই এমনকি অনেক সরকারি সংস্থাও এখন পেনশন ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে। সেই কারণে ভবিষ্যতের একটা চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

একনজরে »

Post Office Scheme Status:

এরই মধ্যে পোস্ট অফিস নিয়ে এসেছে এক নতুন ধরনের স্কিম, যেটি তৈরি করা হয়েছে বয়স্ক নাগরিকদের কথা মাথায় রেখে এবং যার নাম দেওয়া হয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম।এই স্কিমের অধীনে, ২ লক্ষ টাকা অবধি সুদ পাওয়া যাবে, এটি কেন্দ্রীয় সরকারের অন্যতম সেরা প্রকল্প। এতে একসাথে টাকা জমা করলে বিনিয়োগকারীরা ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া।

৬০ বছরের বেশি বয়সীরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন। এর সাথে যারা VRS নিয়েছেন তারাও এর সুবিধা নিতে পারবেন।উদাহরণস্বরূপ হিসেবে বলা যেতে পারে এই স্কিমে যদি কোনো ব্যক্তি একবারে ৫ লক্ষ টাকা জমা করেন, তাহলে তিনি প্রতি তিন মাসে ১০,২৫০ টাকা সুদ পাবেন। এ ছাড়া বার্ষিক ভিত্তিতে ২ লক্ষ ৫ হাজার টাকার সুদ পাওয়া যাবে।

আরও পড়ুন: Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে মাত্র ৩৩৩ টাকা জমিয়ে পেয়ে যান ১৬ লক্ষ টাকা! জানুন কীভাবে

গবেষণায় এই স্কিমে ইতিমধ্যে বিনিয়োগ করতে দেখা গেছে অনেক বয়স্ক নাগরিকই। গত ১ বছরের পরিসংখ্যান দেখলে এটাই বোঝা যাবে যে পোস্ট অফিসের এই স্কিম দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে গ্রাহকদের কাছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বর্ষের প্রথম তিন মাসে ৬,৫২,০০০টি নতুন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট খোলা হয়েছে।

About Author

Leave a Comment