ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

Tata Capital Pankh Scholarship 2024: নতুন উদ্যোগ টাটার! মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফলাফলে মিলবে মোটা টাকা স্কলারশিপ! জানুন আবেদন পদ্ধতি

Updated on:

Tata Capital Pankh Scholarship 2024: শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের জন্য বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপ তো রয়েছেই এর পাশাপাশি বর্তমানে নানাবিধ বেসরকারি প্রতিষ্ঠানের তরফ থেকে বিভিন্ন প্রকার স্কলারশিপ কার্যকর করা হচ্ছে। আর এই সমস্ত বেসরকারি স্কলারশিপের মধ্যে অন্যতম হল টাটা ক্যাপিটাল লিমিটেডের টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপটি। রাজ্যব্যাপী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের আওতায় আবেদন করতে পারবে।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

Tata Capital Pankh Scholarship 2024

টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এবং মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীরা এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবে। এর পাশাপাশি বিএ, বি কম., বিএসসি এবং পলিটেকনিক কিংবা ডিপ্লোমা স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীরাও এই স্কলারশিপের আওতায় তাদের আবেদন জমা দিতে পারবে

আরও পড়ুন: Ticket Booking Agent: রেল স্টেশনে নিয়োগ বিজ্ঞপ্তি জারি রাজ্যের; জানুন কোন পদে এবং কীভাবে আবেদন করবেন!

কিন্তু মাথায় রাখতে হবে শিক্ষার্থীকে সর্বশেষ পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে, শুধু তাই নয়, আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকা বা তার তুলনায় কম হতে হবে। টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অনুদানের পরিমান ১০,০০০ টাকা। অন্যদিকে স্নাতক স্তরে পাঠরত শিক্ষার্থীদের ১২,০০০ টাকার অনুদান দেওয়া হয়।

About Author

Leave a Comment