Viral Video: সমাজ তৃতীয় লিঙ্গের মানুষদের এক ঘরে করে রেখেছে।আজও সমাজে তাদের কোনো স্থান নেই।অনেকে সকাল সকাল তাদের মুখ দেখলেই বড় বিরক্ত প্রকাশ করে।কিন্তু তারাও আপনার আমাদের মত মানুষ।ইচ্ছে করে কেউ তৃতীয় লিঙ্গ হয়ে জন্মায় না। সবই তাদের ভাগ্য।কিন্তু কারোর সদ্যোজাত বাচ্চা হয়েছে শুনলে এরা তাকে আশীর্বাদ করবে বলে এরা এগিয়ে যায়।তার ওপর এদের জীবনধারণ নির্ভর করে।
সমাজে সর্ব ক্ষেত্রে তারা বিতাড়িত। এভাবে এক ঘরে হয়ে কতদিন বাঁচবেন তারা।তাদেরও যে দুঃখ কষ্ট হয় একথা সাধারণ মানুষ মানতে চান না।কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে বাবা মার ত্যাগ করা সদ্যোজাত শিশুকে বুকে তুলে নিয়ে মানুষও করে তারা।প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ভাইরাল (Viral Video) হয়।অনেক মজার ঘটনা,আবেগঘন মুহূর্ত প্রকাশ্যে আসে।এবার একটি আবেগঘন মুহুর্ত প্রকাশ্যে এলো।
আরও পড়ুন: Dugga Elo: প্রকৃতির মাঝে সাবেকি সাজে দুই সুন্দরী যুবতীর অনবদ্য নৃত্য পরিবেশন; ভাইরাল ভিডিও
একজন তৃতীয় লিঙ্গের নারীকে দেখা গেলো অপরুপ সুন্দর রাজকন্যার বেশে।কমলা রঙের শাড়িতে বেশ সুন্দর লাগছে তাকে।পরম মাতৃস্নেহে তিনি কোলে তুলে নিলেন এক সদ্যোজাত সন্তানকে।শুধু তাই নয়,তাকে কোলে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।ঠিক যেন নিজের সন্তান।সন্তানের আসল মা সেটা দেখে খুব খুশি এবং নিশ্চিন্ত।এমন ভিডিও সত্যি চোখে জল এনে দেয়।সমাজ তাদের কত কটূ নজরে দেখে।কিন্তু তাদের মধ্যেও মাতৃসত্তা আছে।এই ভিডিও (Viral Video) সেটার প্রমাণ।
Viral Video Of Third Gender:
View this post on Instagram
আমাদের সমাজে যেসমস্ত ভ্রান্ত ধারণা আছে সেগুলো কাটিয়ে ওঠার সময় এসেছে।সভ্যতার উন্নতি ঘটেছে একথা ঠিক।কিন্তু মানুষের উন্নতি সেভাবে হয় নি।আজও মানুষ পুরোনো ধ্যান ধারণা নিয়ে পড়ে থাকে।তৃতীয় লিঙ্গের নারীর এমন সন্তান স্নেহ ইনস্টাগ্রাম এর মাধ্যমে সকলের সামনে আসার পর আবেগঘন হয়েছেন অনেকেই।হয়তো এবার ধীরে ধীরে সমাজের ভ্রান্ত বিশ্বাস ধারণা গুলো কাটবে।তৃতীয় লিঙ্গের মানুষরাও যে রক্ত মাংসের মানুষ এবার হয়তো সাধারণ মানুষ সেটা উপলব্ধি করবেন।তাদের প্রতি মনোভাব এবার হয়তো বদলাবে সমাজের।