ATM Withdrawal Charges: ATM এ টাকা তোলার প্রয়োজনীয়তাটা বিশাল। মানুষের হাতে সময় কম ব্যস্ততা বেশি, সেই কারণেই ব্যাংকে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে টাকা তোলার সময় কারোর হাতেই থাকে না। আর ঠিক এই কারণে এটিএম এর প্রয়োজনীয়তা ব্যস্ত মানুষের জীবনে অনেকটা। যেকোনো জায়গায় দাঁড়িয়ে এটিএম থেকে টাকা তোলার সুবিধা থাকে। কখনো ক্যাশ টাকা শর্ট করলে এটিএমের দৌলতেই কোন জটিল পরিস্থিতি তৈরি হয় না।
তবে এটিএম কার্ড ব্যবহারে যেমন সুবিধা আছে তেমনই আছে অবশ্যই কিছু অসুবিধাও। বিশেষ করে বেড়েছে জালিয়াতির পরিমাণ। আবার অনেক সময় এটিএম কার্ড ব্যবহার করে যে টাকা বের হয় সেখানে ফাটা নোটও থাকে, যার কারণে হেনস্থা হতে হয় সাধারণ মানুষকে। এই কার্ড যেমন কিছু সুবিধা বহন করে তেমন কিছু অসুবিধাও বহন করে। অনেক সময় সমস্যা থেকে উদ্ধার করে ঠিকই কিন্তু আবার অনেক সময় সমস্যায়ও ফেলে।
How much does it cost to withdraw money from an ATM?
ATM কার্ড ব্যবহার করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সর্বাধিক টাকা তোলার উপরও সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার পরিমাণ কতটা তা কি আপনারা জানেন? এমনকি সর্বাধিক কতবার এটিএম থেকে এক মাসে টাকা তোলা যাবে সেটা কি জানেন আপনারা? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে জানা গেছে এক মাসে সর্বাধিক ৫ বার টাকা তোলা যাবে। এতে কোন চার্জ লাগবে না কিন্তু তার থেকে বেশি হলেই ২১ টাকা করে চার্জ লাগবে প্রতিবার টাকা তোলায়।
Maximum amount that can be withdrawn from an ATM in a day?
বিভিন্ন ব্যাংকের নিয়মাবলী যেমন আলাদা তেমন টাকা তোলার ক্ষেত্রেও কিছু বিশেষ নিয়ম কাজ করে সেই ব্যাংক অনুযায়ী। সেক্ষেত্রে অনেক ব্যাংকে সর্বাধিক একদিনে ১০ হাজার টাকা তোলা যায়।আবার কোনো কোনো ব্যাংকে ২৫ হাজার টাকা। আবার কোনো ব্যাংকে একদিনে ৫০ হাজার টাকা তোলা যায় সর্বাধিক। টাকা তোলার ক্ষেত্রে সব ব্যাংকে নির্দিষ্ট নিয়ম কাজ করে না। তবে সব ব্যাংকেই ATM বিষয়ক নির্দিষ্ট নিয়ম থাকে।