ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

Dugga Elo: প্রকৃতির মাঝে সাবেকি সাজে দুই সুন্দরী যুবতীর অনবদ্য নৃত্য পরিবেশন; ভাইরাল ভিডিও

Published on:

Dugga Elo: সাবেকি সাজে সেজে দুই যুবতী নৃত্য পরিবেশন করে মন জয় করলেন দর্শকবৃন্দদের। ইউটিউবে ভিডিও পোস্ট করা মাত্রই হাজার হাজার ভিউস পড়ল ভিডিওতে। দুর্গা পুজো এমনিও বাঙালির আবেগ এই সেই পুজোর আগেই একটু গানে শারদীয়ার আগমনে নৃত্য পরিবেশন করেন দুই যুবতী।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

সুন্দরী দুই যুবতীর নাম তনুশ্রী ও তৃষা। ইউটিউব চ্যানেল ‘সুর সাধনা কেন্দ্র’ যেটি একটি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র, নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। এত অসাধারণ নাচের স্টেপ তার সাথে অঙ্গভঙ্গিমা যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। তারা নাচ করেছিল দুগ্গা এলো’ যা গায়িকা আকৃতি কাক্কারের জনপ্রিয় একটি গান। এই দুই যুবতী ইউটিউবে নাচের ভিডিও পোস্ট করে থাকে এবং যথেষ্ট জনপ্রিয় মুখ।

Dugga Elo
Dugga Elo

ভিডিওতে দেখা যাচ্ছে দুটি সুন্দরী যুবতী প্রকৃতির মাঝখানে দুর্দান্ত কায়দায় নাচ শুরু করলো। পরনে তাদের লাল পারের সাদা শাড়ি। দুর্দান্ত পুজোর গানে মন মাতানো নাচ সকলকে কার্যত দুর্গাপুজোর আগেই মন ভালো করতে বাধ্য তাদের নাচ।

Dugga Elo Viral Youtube Video: 


ভিডিওটি ১ বছর আগে আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত 24,00,382 জন মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সবাই তাঁদের প্রশংসায় পঞ্চমুখ তাই লাইক ও কমেন্ট এসে প্রচুর।

আরও পড়ুন: Viral Video: সবুজ প্রকৃতির মাঝে জনপ্রিয় গানে নৃত্য প্রদর্শন করে সকলের মন জয় করলেন এক যুবতী; রইল ভিডিও

About Author

Leave a Comment