ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

অ্যালোভেরা গাছের সাহায্যে বাড়িতেই হবে গোলাপ ফুল গাছ, জেনে নিন বিস্তারিত

Published on:

গাছ লাগাতে অনেকেই খুব ভালোবাসেন । বাড়িতে একটু জায়গা থাকতে সেখানে গাছ লাগানো অনেকেরই সখ। অনেকেই ভালোবাসেন বিভিন্ন ফল বা সবজির গাছ লাগাতে। আবার কেউ কেউ ভালবাসেন বিভিন্ন রকমের ফুলের গাছ লাগাতে। গোলাপ ফুল ( Rose) কম বেশী সকলেরই পছন্দের।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

Alerova2, অ্যালোভেরা গাছের সাহায্যে বাড়িতেই হবে গোলাপ ফুল গাছ জেনে নিন বিস্তারিত, অ্যালোভেরা গাছের সাহায্যে বাড়িতেই হবে গোলাপ ফুল গাছ, জেনে নিন বিস্তারিত

তাই অনেকেই চান বাড়িতে গোলাপ গাছ লাগাতে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাড়িতে লাগানো গোলাপ গাছে ভালো ফুল হয়না। কিন্তু এমন কিছু উপায় রয়েছে আপনি যদি সেগুলো অবলম্বন করেন তবে অবশ্যই আপনার বাড়িতে লাগানো গোলাপ গাছে ফুল হবে।

এর জন্য প্রথমে আপনাদের গোলাপ গাছের একটি ডাল সংগ্রহ করতে হবে এবং তারপর সংগ্রহ করতে করতে হবে অ্যালোভেরা গাছ। গোলাপ গাছের ডালের নিচের অংশ কিছুটা কেটে নিতে হবে। ডালের মধ্যে কোন পাতা রাখা যাবে না। এর পরে সেই অ্যালোভেরা ( Alovera) গাছ এর পাতাটি মাঝ বরাবর কেটে নিতে হবে এবং সেই ফাঁকা অংশে গোলাপ গাছের কেটে নেওয়া ডালটি ঢোকাতে হবে। তারপর একটি সুতোর সাহায্যে সেটিকে ভালো করে বেঁধে দিতে হবে।

Alerova, অ্যালোভেরা গাছের সাহায্যে বাড়িতেই হবে গোলাপ ফুল গাছ জেনে নিন বিস্তারিত, অ্যালোভেরা গাছের সাহায্যে বাড়িতেই হবে গোলাপ ফুল গাছ, জেনে নিন বিস্তারিত

এরপরে প্রায় দশ পনেরো দিন পরে আপনি দেখবেন ওই ডাল থেকে চারা বেরোনো শুরু করেছে। পরবর্তী সময়ে সেই চারা বের করে আপনি কোন বড় টবে পুঁতে দিতে পারেন । তারপরে সে গাছটিকে যত্ন নিতে হবে । তাকে উপযুক্ত জল দিতে হবে ও সার দিতে হবে । তাহলেই আপনি দেখবেন সেই গোলাপ গাছের চারা তে গোলাপ ফুল ফুটতে আরম্ভ করবে।

About Author

Leave a Comment