আমাদের জীবনধারণের জন্য কম বেশী সকলেরই টাকার প্রয়োজন । অনেকেরই আর্থিক সমস্যা থাকে। আবার আমাদের অনেকেরই কিছু না কিছু শখ থাকে। অনেকের শখ থাকে পুরনো নোট বা কয়েন জমিয়ে রাখা। তবে আপনি কি জানেন এই পুরনো নোট বা কয়েন এর বিনিময়ে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি । কিছু বিশেষ নোট বা কয়েন যদি আপনার কাছে থাকে তাহলে আপনি লক্ষ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন।
যদি আপনার কাছে পুরনো দু টাকার গোলাপি নোট থাকে তবে আপনি তার বদলে অনেক টাকা পেয়ে যেতে পারেন । তার সাথে যদি সেই নোট এ 786 সংখ্যা থাকে এবং মনমোহন সিংয়ের ( Monmohan singh) স্বাক্ষর ( sign) থাকে তবে সেই নোটের বদলে আপনি পেতে পারেন প্রায় 5 লক্ষ টাকা। শুধুমাত্র যদি 786 নাম্বারটি থাকে তবে সেই নোট টি বিক্রি করে আপনি প্রায় 15 হাজার টাকা আয় করতে পারবেন।
এর জন্য আপনাকে প্রথমে পুরনো নোট কেনাবেচার বিভিন্ন ওয়েবসাইটে যেতে হবে। যেমন quicker.com কয়েন coinbazar.com ইত্যাদি। সেখানে আপনাকে নিজেকে সেলার ( seller) হিসেবে রেজিস্টার ( register) করতে হবে। তারপর আপনার নোট বা কয়েনের ছবিটি সেখানে পোস্ট করতে হবে। এরপর যে সব ব্যক্তিরা সেই নোট বা কয়েন কিনতে চান তারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন। এভাবে আপনি হয়ে যেতে পারেন লাখপতি।