অভিনয় জগতের পরিচিত মুখ যারা, তাঁরা তাদের অভিনয়ের প্রতিভা দ্বারা দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে থাকেন। তবে যেহেতু স্যোশাল মিডিয়ার চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেহেতু অভিনয় জগতের সমস্ত পরিচিত মুখই চায় স্যোশাল মিডিয়ার মাধ্যমে দর্শকদের কাছে আরোও বেশি করে পৌঁছে যেতে। তাই সমস্ত সেলিব্রেটিরাই স্যোশাল মিডিয়ায় নানা ধরনের ছবি, ভিডিও বা অন্যান্য অ্যক্টিভিটি পোস্ট করে থাকেন।
এখন টলি পাড়ার জনপ্রিয় মুখ হলেন নুসরত জাহান। এমনিতেই নুসরতের সন্তানের জন্মের আগে থেকে যশ ও নুসরতের সম্পর্কের রসায়ন নিয়ে বিভিন্ন রকমের গুঞ্জন শোনা যেত। যদিও পরবর্তীতে যশ এবং নুসরত সম্পর্কের স্বীকৃতি দিয়ে একসাথে রয়েছেন।
তবে নুসরত বরাবরই স্বাধীনচেতা। তাই তো স্বামীর সাথে বিচ্ছেদের পরেও সন্তান হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। আবার যশের সাথেও ছবি দেন তিনি। মাঝেমধ্যেই সঙ্গী যশ দাশগুপ্তের সঙ্গে বেরিয়ে পড়েন এদিক ওদিক।
সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন নুসরত। ছবিটিতে বেশ সাহসী পোশাকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন নায়িকা। ছবিটিতে দেখা গেছে, একটি সামান্য অন্তর্বাসে তাঁর বক্ষযুগল ঢাকা আর ওড়না দিয়ে তৈরি বিকিনি পরেছেন। চুলগুলো খোলা আর চোখে রোদচশমা। কোনও পাহাড়ের সামনে তোলা এই ছবি।
View this post on Instagram
এই ছবিটি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। ছবিটির কমেন্ট বক্সে নুসরাত জাহানকে নিয়ে নানা ধরনের মন্তব্য করা হয়েছে। বহু নেটিজন তাঁর পোশাক দেখে ক্ষুব্ধ হয়েছেন। তবে এইসবে গুরুত্ব দেন না নুসরত, তিনি নিজেই একবার সাক্ষাৎকারে বলেছিলেন সেই কথা।