ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

পরনে কেবলমাত্র ওড়না! সুপারস্টার নুসরত জাহানের সমুদ্রের ধারের সাহসী পোশাক দেখে স্তব্ধ নেটদুনিয়া! তৃণমূল সাংসদের পোশাকে হইচই সোশ্যাল মিডিয়ায়

Published on:

অভিনয় জগতের পরিচিত মুখ যারা, তাঁরা তাদের অভিনয়ের প্রতিভা দ্বারা দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে থাকেন। তবে যেহেতু স্যোশাল মিডিয়ার চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেহেতু অভিনয় জগতের সমস্ত পরিচিত মুখই চায় স্যোশাল মিডিয়ার মাধ্যমে দর্শকদের কাছে আরোও বেশি করে পৌঁছে যেতে। তাই সমস্ত সেলিব্রেটিরাই স্যোশাল মিডিয়ায় নানা ধরনের ছবি, ভিডিও বা অন্যান্য অ্যক্টিভিটি পোস্ট করে থাকেন।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

F35Bee1F 854D 45D1 984D A9842E321325, পরনে কেবলমাত্র ওড়না! সুপারস্টার নুসরত জাহানের সমুদ্রের ধারের সাহসী পোশাক দেখে স্তব্ধ নেটদুনিয়া! তৃণমূল সাংসদের পোশাকে হইচই সোশ্যাল মিডিয়ায়, পরনে কেবলমাত্র ওড়না! সুপারস্টার নুসরত জাহানের সমুদ্রের ধারের সাহসী পোশাক দেখে স্তব্ধ নেটদুনিয়া! তৃণমূল সাংসদের পোশাকে হইচই সোশ্যাল মিডিয়ায়

এখন টলি পাড়ার জনপ্রিয় মুখ হলেন নুসরত জাহান। এমনিতেই নুসরতের সন্তানের জন্মের আগে থেকে যশ ও নুসরতের সম্পর্কের রসায়ন নিয়ে বিভিন্ন রকমের গুঞ্জন শোনা যেত। যদিও পরবর্তীতে যশ এবং নুসরত সম্পর্কের স্বীকৃতি দিয়ে একসাথে রয়েছেন।

E5B20Fc3 0A16 4Cad 8C0A Cecc85Bdfe5B, পরনে কেবলমাত্র ওড়না! সুপারস্টার নুসরত জাহানের সমুদ্রের ধারের সাহসী পোশাক দেখে স্তব্ধ নেটদুনিয়া! তৃণমূল সাংসদের পোশাকে হইচই সোশ্যাল মিডিয়ায়, পরনে কেবলমাত্র ওড়না! সুপারস্টার নুসরত জাহানের সমুদ্রের ধারের সাহসী পোশাক দেখে স্তব্ধ নেটদুনিয়া! তৃণমূল সাংসদের পোশাকে হইচই সোশ্যাল মিডিয়ায়

তবে নুসরত বরাবরই স্বাধীনচেতা। তাই তো স্বামীর সাথে বিচ্ছেদের পরেও সন্তান হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। আবার যশের সাথেও ছবি দেন তিনি। মাঝেমধ্যেই সঙ্গী যশ দাশগুপ্তের সঙ্গে বেরিয়ে পড়েন এদিক ওদিক।

 

73Ee233E 5B39 48Cc B06B 3Eb94Ef90992, পরনে কেবলমাত্র ওড়না! সুপারস্টার নুসরত জাহানের সমুদ্রের ধারের সাহসী পোশাক দেখে স্তব্ধ নেটদুনিয়া! তৃণমূল সাংসদের পোশাকে হইচই সোশ্যাল মিডিয়ায়, পরনে কেবলমাত্র ওড়না! সুপারস্টার নুসরত জাহানের সমুদ্রের ধারের সাহসী পোশাক দেখে স্তব্ধ নেটদুনিয়া! তৃণমূল সাংসদের পোশাকে হইচই সোশ্যাল মিডিয়ায়

সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন নুসরত। ছবিটিতে বেশ সাহসী পোশাকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন নায়িকা। ছবিটিতে দেখা গেছে, একটি সামান্য অন্তর্বাসে তাঁর বক্ষযুগল ঢাকা আর ওড়না দিয়ে তৈরি বিকিনি পরেছেন। চুলগুলো খোলা আর চোখে রোদচশমা। কোনও পাহাড়ের সামনে তোলা এই ছবি।

এই ছবিটি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। ছবিটির কমেন্ট বক্সে নুসরাত জাহানকে নিয়ে নানা ধরনের মন্তব্য করা হয়েছে। বহু নেটিজন তাঁর পোশাক দেখে ক্ষুব্ধ হয়েছেন। তবে এইসবে গুরুত্ব দেন না নুসরত, তিনি নিজেই একবার সাক্ষাৎকারে বলেছিলেন সেই কথা।

About Author

Leave a Comment