বাংলা চলচ্চিত্রের সুপারহিট জুটি উত্তম-সুচিত্রা জুটি। বাংলা সিনেমার জগতে বহু জুটি হিট হয়েছে। সাদা কালো পেরিয়ে এসেছে রঙীন ছবি। সিনেমাতে এসেছে বৈচিত্র্য। নায়ক-নায়িকাদের পোশাক পরিচ্ছদ, সাজগোজে এসেছে বিস্তর পরিবর্তন। তবু কালজয়ী হয়ে রয়ে গেছে উত্তম-সুচিত্রা জুটি। সাদা-কালো সিনেমার সময়কার এই জুটির জনপ্রিয়তা অমলিন।
কালজয়ী উত্তম-সুচিত্রা জুটি একসাথে অভিনয় করেছেন দীর্ঘ ২২ বছর। দুজনে জুটি বেঁধে ৩০ টিরও বেশি ছবি করেছেন। তবে শুধু স্ক্রিনেই নয়, বাস্তবেও এই জুটির সম্পর্ক ছিল গভীর। দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল সবসময়।
সুচিত্রা সেন উত্তম কুমারকে ‘উতু’ এবং উত্তম কুমার সুচিত্রা সেনকে ‘রমা’ বলে ডাকতেন। তবে শুধু বন্ধুত্ব নয়, ছিল মান-অভিমানও। দুজনে নাকি একবার এমন রাগ করেছিল যে ‘সপ্তপদী’ ছবির শুটিং দীর্ঘদিন বন্ধ রাখতে হয়েছিল।
তবে উত্তম-সুচিত্রা জুটির মধ্যেকার সম্পর্কের গভীরতা নিয়ে নানান মন্তব্য শোনা যায়। একবার নাকি উত্তম কুমার সুচিত্রা সেনের বাড়িতে এক সন্ধ্যায় সুচিত্রা সেনকে বলেছিলেন, “রমা, তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো!” সুচিত্রা এর উত্তরে বলেছিলেন, “একদিনও সেই বিয়ে টিকত না।
তোমার আর আমার ব্যক্তিত্ব অত্যন্ত স্বতন্ত্র। সেখানে সংঘাত হতোই। তার ওপর, তুমি চাইবে তোমার সাফল্য, আমি চাইব আমার। এ রকম দুজন বিয়ে করলে সে বিয়ে খুব বাজেভাবে ভেঙে যেত।” এমনকি উত্তম কুমারের মৃত্যুর দিন মধ্যরাতে মালা হাতে উত্তম কুমারকে শেষ শ্রদ্ধা দিতে আসেন সুচিত্রা সেন।