ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

বলিউডের ভয়ে কাঁপবে দক্ষিণী ইন্ডাস্ট্রি! শাহরুখের ‘Don 3’ নিয়ে বিস্ফোরক দাবি ফারহান আখতারের

Published on:

কিং খান বলিউড সুপারস্টার। তিনি কোনও সিনেমায় থাকলে,সিনেমাটির গুণগতমান বৃদ্ধি পায়। তেমনই তাঁর সিনেমা নিয়ে বা সিনেমা সংক্রান্ত খবর নিয়ে গুঞ্জন শুরু হলে, সেটাও যথেষ্ট চর্চিত হয়। ঠিক যেমনভাবে
অগাস্ট মাসের শেষ দিকে ‘ডন 3′ সম্পর্কিত একটি বেশ ভাইরাল হয়ে পরে। ফলে শাহরুখ খানের অনুরাগীরা অপেক্ষা করতে থাকে কবে আসবে সুপারহিট সিনেমা ‘ডন 3’। স্যোশাল মিডিয়ায় ‘Don 3’ নিয়ে বিভিন্ন আলোচনা শোনা গেছিল। কিন্তু এই ব্যাপারে পরিচালক ফারহান আখতার কি বললেন, জেনে নিন।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

শাহরুখ খান নাকি কাজ শুরু করে দিয়েছেন ‘ডন ৩’ ছবির জন্য। এমনকি এই ছবিতে অমিতাভ বচ্চনকেও দেখা যাবে। এইসব খবর ভাইরাল হতে থাকে স্যোশাল মিডিয়ায়। তবে এই সংবাদ শোনার পর থেকেই অনুরাগীরা অপেক্ষার দিন গুনতে থাকেন। এমনকি এই ছবির পরিচালক ফারহানকে এই ছবির আপডেট দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছিল। এতোদিন এই বিষয়ে মৌন হয়ে ছিলেন ফারহান। এবারে এই প্রসঙ্গে মুখ খুললেন তিনি।

Bg Copy60 1, বলিউডের ভয়ে কাঁপবে দক্ষিণী ইন্ডাস্ট্রি! শাহরুখের ‘Don 3’ নিয়ে বিস্ফোরক দাবি ফারহান আখতারের, বলিউডের ভয়ে কাঁপবে দক্ষিণী ইন্ডাস্ট্রি! শাহরুখের ‘Don 3’ নিয়ে বিস্ফোরক দাবি ফারহান আখতারের

বেশ কিছুদিন আগে ফারহান আখতারের পোস্ট করা একটি ছবি ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, স্টাডি এরিয়ায় চুপচাপ বসে রয়েছেন তিনি। এই ছবি দেখে নেটিজেনরা আন্দাজ করেছিলেন শাহরুখের ডন ছবি নিয়ে ভাবছেন পরিচালক। এমনকি ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত অমিতাভ বচ্চনের ‘ডন’ ছবির থ্রোব্যাক পোস্টারও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। ফলে সম্ভবনার আগুনে ঘৃতাহুতি পরে।

Bg Copy59 1, বলিউডের ভয়ে কাঁপবে দক্ষিণী ইন্ডাস্ট্রি! শাহরুখের ‘Don 3’ নিয়ে বিস্ফোরক দাবি ফারহান আখতারের, বলিউডের ভয়ে কাঁপবে দক্ষিণী ইন্ডাস্ট্রি! শাহরুখের ‘Don 3’ নিয়ে বিস্ফোরক দাবি ফারহান আখতারের

তবে ফারহান জানিয়েছেন যে, তিনি শাহরুখ খানের ছবি নিয়ে ভাবেননি। বরং তিনি ‘জি লে জারা’ ছবির পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত। এই ছবিতে আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফ অভিনয় করতে চলেছেন। ফলে ‘ডন ৩’ সম্পর্কিত খবর যে মিথ্যা, তা প্রমাণিত হয়ে যায়।

About Author

Leave a Comment