Sukanya Samriddhi Yojana: দেশের নারীদের পড়াশোনা ও তাদের ভবিষৎ জীবন সুরক্ষিত করতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকার নানান প্রকল্প চালু করেছে। এইসব ক্ষেত্রে বিনিয়োগের দ্বারা মেয়েদের ভবিষৎ সুনিশ্চিত হবে এবং রিটার্নও মিলবে ভালো। আজকের প্রতিবেদনে রইল এমন একটি প্রকল্পের কথা যেখানে কম বিনিয়োগে কয়েক বছর বাদে মোটা টাকা রিটার্ন পাওয়া যাবে।
Sukanya Samriddhi Yojana:
এই প্রকল্পটির নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা (sukanya samridhi yojona)। কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে উদ্ভিদ থাকেন প্রত্যেক বাবা-মা তাই শৈশবকাল থেকে ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে শুরু করেন তারা এই ক্ষেত্রে ভালো বিকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটি মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দশ বছরের কম বয়সী মেয়েদের বাবা মায়েরা এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
Sukanya Samriddhi Yojana Interest:
এই প্রকল্পে বার্ষিক সুদের হার ৭.৬%। দীর্ঘ মেয়াদে এতে তিনগুণ পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে। এই প্রকল্পে বিনিয়োগ করলে মেয়ের পড়াশোনা থেকে শুরু করে বিয়ের আগে পর্যন্ত সমস্ত খরচ জোগাড় হয়ে যাবে। এই প্রকল্পে ১৫ বছরের জন্য বিনিয়োগ করা যাবে এবং ম্যাচিউরিটি সময়কাল ২১ বছর। কন্যা প্রাপ্তবয়স্কা হয়ে গেলে অর্থাৎ তার ১৮ বছর বয়স হলে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে।
এই প্রকল্পের প্রতিমাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করলে বছরে বিনিয়োগের পরিমাণ হবে ১ লাখ ২০ হাজার অর্থাৎ ১৫ বছর বাদে মোট বিনিয়োগ হবে ১৮ লাখ টাকা। ৭.৬ শতাংশ সুদের হারে মোট ১৫ বছর বাদে পাওয়া যাবে ৫২ লাখ ৭৪ হাজার ৪৫৭ টাকা অর্থাৎ ১৮৫ শতাংশ রিটার্ন নিশ্চিত। SSY ক্যালকুলেটর গণনা অনুসারে, মোট ৯ লাখ টাকার বিনিয়োগের সুদ হিসাবে ১.৭ লাখ টাকা পাওয়া যাবে। যা মোট বিনিয়োগের প্রায় দ্বিগুণ। এমতাবস্থায়, ম্যাচিউরিটিতে মিলবে মোট ২৭ লক্ষ টাকা।যদি কোনো ব্যক্তি ২০২২ সালে বিনিয়োগ শুরু করেন, তবে তা ম্যাচিওর করবে ২০৪৩ সালের মধ্যে।Sukanya Samriddhi Yojana প্রতি বছরে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১.৫০ লাখ টাকা বিনিয়োগ করা যেতে পারে।