ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

Salman Khan: জেলে থাকাকালীন পরিষ্কার করতে হয়েছে শৌচাগার! বিগ বসের মঞ্চে অতীত জীবনের স্মৃতিচারণ ভাইজানের

Updated on:

Salman Khan: জেলে থাকাকালীন পরিষ্কার করতে হয়েছে শৌচাগার! বিগ বসের মঞ্চে অতীত জীবনের স্মৃতিচারণ ভাইজানের

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

*Body* বলিউডের ভাইজান নামেই অধিক পরিচিত অভিনেতা সলমন খান (Salman Khan)। কয়েক দশক ধরে বলিউড সাম্রাজ্যে রাজ করছেন এই অভিনেতা। এই বয়সেও তাঁর ফ্যান ফলোয়ার্স চোখে পড়ার মতো। বক্স অফিস হিট করা একাধিক ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। নিজের কেরিয়ারে কয়েকশ কোটির আর্থিক রেকর্ডও গড়েছেন ভাইজান। তবে তাঁর জীবনের ঝাঁ চকচকে জীবনের মাঝে লুকিয়ে রয়েছে এক অন্ধকার অধ্যায়। সকলেই জানেন একসময় জেলে জীবনযাপন করতে হয়েছিল তাঁকে (Salman Khan)। সম্প্রতি সেই সময়ের কষ্টের কথাই তিনি জানিয়েছেন বিগ বসের (Big Boss) মঞ্চে।

একসময় সলমন খানের প্রতিটি ছবিই বক্স অফিসে সাফল্য আনলেও এখন সেই চিত্র পুরোটাই পাল্টে গিয়েছে। একের পর এক ছবি ফ্লপ হচ্ছে তাঁর। গত বছর বিগ বাজেটের ফিল্ম ‘কিসি কা ভাই কিসি কি জান’ রিলিজ করলেও বক্স অফিসে তা সাফল্যমণ্ডিত হয়নি। তবে ছবি ফ্লপ হলেও বিগবসের দৌলতে ভাগ্য ফিরেছে আবার (Salman Khan)। ওটিটি বিগবসের মঞ্চ থেকেই নিজের জীবনের দুঃখের কাহিনী সকলের সঙ্গে শেয়ার করেছেন ভাইজান।

একনজরে »

Salman Khan

বিগবস ওটিটি সিজন-২ এর ফাইনালিস্টদের মধ্যে ছিলেন অভিষেক মালহান, পূজা ভাট, মণীশা রানি, বেবিকা ধ্রুব ও এলভিস যাদব। শেষ পর্যন্ত জয়ের মুকুট ছিনিয়ে নেন এলভিস। শোয়ে সেরা পাঁচ থেকে পূজা ভাট বাদ পড়ার পর সালমান তাঁর বাথরুম পরিষ্কার (Cleaning Toilet) রাখার পাগলামির প্রশংসা করেন। এই প্রসঙ্গেই উঠে আসে তার অতীতের জীবনের কিছু কথা। সলমান নিজের অতীতের জীবন সম্পর্কে জানান, ‘বোর্ডিং স্কুলে থাকালীন তিনিও টয়লেট পরিষ্কার করেছিলেন। শুধু তাই নয় জেলে থাকাকালীন তাঁকে শৌচাগারও পরিষ্কার করতে হয়েছে। তিনি জানান, ছোট থেকেই নিজের কাজ নিজে করতেই অভ্যস্ত অভিনেতা। তাই তাঁর কাছে কোনো কাজই ছোট নয়।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৮ সালে যোধপুরে এক ছবির শুট চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। মামলা কোর্টে উঠলে যোধপুর আদালত তাঁকে ৫ বছরের কারাদণ্ড দেয়। যদিও এরপরেই জামিনে মুক্তি পান তিনি। যদিও সেই মামলা আজও বিচারাধীন রয়েছে।

About Author

Leave a Comment