ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

Ration: দেশের রেশন ব্যবস্থায় নয়া মোড়! নতুন যোজনা শুধু সরকারের তরফে

Updated on:

Ration: ভারতবর্ষের রেশন ব্যবস্থা চালু করা হয়েছে যাতে দেশের প্রতিটা ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায়। এখনো বহু মানুষ দারিদ্রসীমার নিচে অবস্থান করে, ভারতের মতো উন্নয়নশীল দেশে। এই রেশন ব্যবস্থা সেই সব মানুষদের জন্য বড়ই উপকারী যারা অর্থের অভাবে দুবেলা দুমুঠো খেতে পারে না। বিশেষ করে করোনা মহামারীর সময় থেকেই বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা চালু করেছে সরকার। এর সাহায্যে উপকৃত হয়েছে অনেকেই। সেই রেশন ব্যবস্থাতেই সরকার যুক্ত করলো কিছু নতুন নিয়মের।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

একনজরে »

Ration New Update:

এবার থেকে রেশন (Ration) দোকানে চাল, ডাল, আটার পাশাপাশি জরুরী নথিপত্রও তৈরি করা যাবে। সিএসসি বা কমন সার্ভিস সেন্টারে রূপান্তরিত করা হচ্ছে রাজ্যের সমস্ত রেশন দোকানগুলিকে। উত্তরপ্রদেশে শুরু হতে চলেছে এমনই ব্যবস্থাপনা। এবার প্রশ্ন হলো মানুষের কি এই ব্যবস্থায় উপকৃত হবেন সেটির উত্তরে জানা যাচ্ছে কমন সার্ভিস সেন্টার তৈরি হলে আধার কার্ড ,প্যান কার্ড , কাস্ট সার্টিফিকেট এর মত গুরুত্বপূর্ণ নথিপত্র তৈরি করার জন্য আর শহরে ছুটে বেড়াতে হবে না গ্রামবাসীদের। এইসব সুবিধা তারা পেয়ে যাবেন নিজের বাড়ির কাছেই।

আরও পড়ুন: ATM Withdrawal Charges: এইবার ATM থেকে টাকা তুলতেও লাগবে টাকা! ব্যাংকের নতুন এই নিয়মটি জানেন তো!

সূত্রানুযায়ী, গতবছর থেকেই কাজ শুরু হয়েছে এই যোজনায়। কিন্তু এই প্রকল্প (Ration) এখনো সর্বসাধারণের জন্য চালু করা হয়নি। আধার কার্ড ,প্যান কার্ড , কাস্ট সার্টিফিকেট এর মত গুরুত্বপূর্ণ নথিপত্র তৈরি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধণ পেনশন যোজনা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্প গুলির বিষয়ে তথ্যের পাশাপাশি সুবিধাও পাওয়া যাবে। এতে গ্রামবাসীদের আর শহরে ছোটাছুটির দরকার পড়বে না।

আরও পড়ুন: WB Group D Recruitment: অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ সরকারি দপ্তরে; শুরুতেই বেতন ২১,০০০!

এই প্রকল্প শুরু হলে সাধারণ মানুষদের পাশাপাশি রেশন ডিলাররাও বেশ উপকৃত হবেন। এই প্রকল্পের মাধ্যমে রেশন ডিলারদের কমিশন কুইন্টাল প্রতি 20 টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনকি সরকারি কর্মচারীও নিয়োগ করা হবে এই কেন্দ্রগুলিতে।

About Author

Leave a Comment