ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

Post Office: পোস্ট অফিসের RD স্কিমে ৩০০ টাকা জমা করলে মেয়াদপূর্তিতে কত টাকা মিলবে জানেন!

Updated on:

Post Office RD Scheme:  ভবিষৎ সঞ্চয়ের জন্য আজকের দিনে প্রত্যেকটি সাধারণ মানুষ ব্যাংক বা পোস্ট অফিসের নানান স্কিমে টাকা বিনিয়োগ করেন। এইসব ক্ষেত্র থেকে বিনা ঝুঁকিতে গ্যারান্টেড রিটার্ন পাওয়ায় মিউচ্যুয়াল ফান্ডের যুগেও মানুষ ব্যাংক বা পোস্ট অফিসের উপরই অধিক ভরসা রাখেন। পোস্ট অফিসের তরফে মাঝেমধ্যেই গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের স্কিম লঞ্চ করা হয় যার দ্বারা মোটা টাকা রিটার্ন পেয়ে থাকেন গ্রাহকরা। পোস্ট অফিসে নূন্যতম ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন সাধারণ মানুষ।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now
Post Office
Post Office

Post Office RD Scheme

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে প্রতি মাসে টাকা জমা করতে হয় গ্রাহকদের। এই আরডি স্কিমে নূন্যতম ১০০ টাকা জমা করতে পারবেন গ্রাহকরা। ৬০ মাস বিনিয়োগ করার পর সুদ সহ টাকা তোলা যাবে।

পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে সিঙ্গল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট বা তিনজনের নামেও অ্যাকাউন্ট খোলা যায়৷ কোনো গ্রাহক ৬০ মাস পর্যন্ত বিনিয়োগ করতে না চাইলে তিনি তার অ্যাকাউন্ট বন্ধ করে টাকা তুলে নিতে পারবেন। ১২ মাস পর রেকারিং ডিপোজিটের ভিত্তিতে লোনও নিতে পারবেন গ্রাহকরা।

জানুন আরডি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে (How To Open Post Office RD Account):

  • অনলাইনে পোস্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে অথবা নিকটবর্তী ডাকঘরে গিয়েও আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহকরা৷

আরডি অ্যাকাউন্ট খোলার প্রয়োজনীয় নথিপত্র:

  1. আধার কার্ড
  2. ঠিকানার প্রমাণ পত্র
  3. পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি গ্রাহকদের জমা করতে হবে।

জানুন, আরডি অ্যাকাউন্টে ৩০০ টাকা জমা করলে কত রিটার্ন মিলবে?

  • কোনো গ্রাহক ৬০ মাসের জন্য ৩০০ টাকা জমা করলে মোট ১৮ হাজার টাকা জমা করবেন। বর্তমানে আরডি-তে সুদের পরিমাণ ৬.৭ শতাংশ। এই হিসেব অনুযায়ী সুদ হিসাবে মিলবে ৩৪১০ টাকা অর্থাৎ মেয়াদ পূর্তিতে মোট ২১৪১০ টাকা পাওয়া যাবে।

আরও পড়ুন: Mukesh Ambani: এইবার আম্বানির হাত ধরে ভারতের বাজারে আসতে চলেছে ভারতের নিজস্ব AI-মডেল ‘হনুমান’

About Author

Leave a Comment