ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

Hair Care Tips: ঘরোয়া যত্নে পাবেন নজরকাড়া ঘন চুল, শুধু জানতে হবে সঠিক পদ্ধতি

Published on:

চুল মেয়েদের কাছে খুবই স্পেশাল। একটু ভালো করে চুল বাঁধলে অথবা ছেড়ে রাখলেও মেয়েদের মুখশ্রী আলাদাই লাগে। শুধু মেয়েরা না ছেলেরাও এখন নিজেদের চুল নিয়ে সচেতন। কিন্তু বর্তমান লাইফস্টাইলের কারণে চুল খুব পাতলা হয়ে যাচ্ছে মানুষের।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

যার ফলে চিন্তায় পড়েছে যুবসমাজ। আজ আমরা সহজেই ঘরে তৈরি করা যাবে এমন এক তেলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই তেল ব্যবহার করলে চুলের গোড়া হবে মজবুত আর দেখতে হবে সিল্কি।

উপকরণ :-
এক কাপ নারকেল তেল
কয়েকটি জবা পাতা।

Bg Copy25, Hair Care Tips: ঘরোয়া যত্নে পাবেন নজরকাড়া ঘন চুল শুধু জানতে হবে সঠিক পদ্ধতি, Hair Care Tips: ঘরোয়া যত্নে পাবেন নজরকাড়া ঘন চুল, শুধু জানতে হবে সঠিক পদ্ধতি
প্রণালী :-
নারকেল তেলে জবা পাতা বেটে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটিকে পাঁচ থেকে ছয় দিন কড়া রোদে রেখে অনেকদিনের জন্য স্টোর করতে পারবেন।

Bg Copy26, Hair Care Tips: ঘরোয়া যত্নে পাবেন নজরকাড়া ঘন চুল শুধু জানতে হবে সঠিক পদ্ধতি, Hair Care Tips: ঘরোয়া যত্নে পাবেন নজরকাড়া ঘন চুল, শুধু জানতে হবে সঠিক পদ্ধতি

ব্যবহারের পদ্ধতি :-
এই মিশ্রণটি চাইলে প্রতিদিন ব্যবহার করতে পারেন। এছাড়াও সপ্তাহে তিনদিন অথবা শ্যাম্পু করার এক ঘন্টা আগে ভালো ভাবে চুলে লাগাতে পারেন। এই তেল ব্যবহার করার কিছুদিনের মধ্যেই চুল পড়ার পরিমাণ কমে যাবে। আর চুল হবে ঘন এবং কালো।

Bg Copy27, Hair Care Tips: ঘরোয়া যত্নে পাবেন নজরকাড়া ঘন চুল শুধু জানতে হবে সঠিক পদ্ধতি, Hair Care Tips: ঘরোয়া যত্নে পাবেন নজরকাড়া ঘন চুল, শুধু জানতে হবে সঠিক পদ্ধতি

বিশেষ সতর্কতা :-
উপরে উল্লিখিত যেকোনো উপকরণে অ্যালার্জি থাকলে এই মিশ্রণটি ব্যবহার করবেন না। এছাড়াও যেকোনো রেমিডি ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।

About Author

Leave a Comment