Adhaar Update: আধার কার্ড প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে এখন একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে পরিচিত। শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয় এটিকে অত্যাবশ্যকীয় নথি বললেও ভুল হবে না। কারণ প্রায় সব কাজেই বর্তমান সময় আধার কার্ড ব্যবহার করা হচ্ছে,তাই ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ডের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। কারণ সরকারের তরফে অধিকাংশ জায়গায় পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকেই মান্যতা দেওয়া হয়। ব্যাঙ্কের একাউন্ট খোলা থেকে শুরু করে, সিম কার্ড কেনা, গাড়ি কেনা এমনকি হোটেলে রুম নিতেও আধার কার্ডের প্রয়োজন পড়ে। এছাড়াও ব্যবসা রেজিস্ট্রেশন করতেও এই নথির গুরুত্ব অপরিসীম।
Adhaar Update News:
বিয়ের পর স্বাভাবিকভাবেই মহিলাদের পরিচয় পত্রের একটা পরিবর্তন ঘটে, পরিবর্তিত হয় তাদের পদবী, যদিও বর্তমানে বিয়ের পর বাবার পদবি রাখতে পারেন মহিলারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ের পর নামের পাশে স্বামীর পদবি রাখা হয়ে থাকে। আবার কেউ কেউ দুই পদবিই রাখেন পাশাপাশি। কিন্তু এই পদবি পরিবর্তনের অর্থ হল একাধিক নথিতে এই পদবি পরিবর্তন করা। এক্ষেত্রে আধার কার্ড যেভাবে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ নথি সকলের কাছে, তাই আধার কার্ডের উপর পদবি পরিবর্তন কিভাবে করা যায়, সে বিষয়ে প্রত্যেকটি ভারতবাসীকে জেনে রাখা প্রয়োজন কিভাবে এই কাজটি করা যায়।
এই কাজটি খুব একটা কঠিন নয়, কাজটি করতে হলে বিয়েটি পর প্রথমেই যেতে হবে আধার এনরোলমেন্ট সেন্টারে এবং সেখানে উপস্থিত আধার এক্সিকিউটিভের কাছে আবেদনের বিষয়ে জানাতে হবে, এরপরে একটি ফর্ম দেওয়া হবে যেটি সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। তারপর তিনি একটি একনলেজমেন্ট স্লিপ দেবেন। তাতেই নাম্বার লেখা থাকবে, যার মাধ্যমে এই পরিবর্তনের স্টেটাস দেখা যাবে। এই সম্পূর্ণ বিষয়টি করতে খরচ পড়বে মাত্র ৫০ টাকা (Adhaar Update)।
এখন সব নথিই আধার সংযুক্ত। সেই কারণেই আধার আপডেট হলে রেশন কার্ডও আপডেট (Adhaar Update) করা জরুরি হয়ে উঠেছে। রেশন কার্ড আপডেটের কাজটিও খুব একটা কঠিন কাজ নয়। এই কাজ করতে খাদ্য বিভাগের আধিকারিকের অফিসে গিয়ে আবেদনপত্র দিতে হবে। তবে বর্তমানে অনলাইনেও কাজটি করা হয়। অনলাইনে কাজটি করার জন্য রাজ্যের খাদ্য দফতরের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আধার নম্বর দিয়ে রেশন কার্ড আপডেট করতে হবে। তবে এখনো ভারতের এমন অনেক রাজ্য, রয়েছে যেখানে এই অনলাইন পরিষেবা চালু হয়নি।