Civic Volunteer: রাজ্যে নতুন চাকরির সুযোগ। শিক্ষিত তবে বেকার যুবক যুবতীদের জন্য দারুন খবর। ইতিমধ্যে রাজ্যে লোকসভা হতে শুরু হয়ে গেছে এহেন পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরাট ঘোষণা। প্রায় ১ লক্ষ নতুন সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হবে। যুবক ও যুবতীরা আবেদন পত্র জমা দিতে পারবেন। এবার জেনে নিন এই নিয়োগের মাপকাঠি সম্পর্কে।
Civic Volunteer Recruitment:
◆ শূন্যপদ: যে পদের জন্য এই বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটি হল আইনি স্বেচ্ছাসেবক বা প্যারা লিগাল ভলেন্টিয়ার। লোকসভা ভোটের বুথে বুথে নিরাপত্তার জন্য এই নিয়োগ করা হবে। জানা গেছে, ৩৫ হানার থেকে ১ লক্ষ শূন্যপদে নিয়োগ করতে পারে রাজ্য সরকার (Civic Volunteer)।
◆ শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রে আবেদনকারীকে নূন্যতম কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
◆ বয়সসীমা: এক্ষেত্রে শুধুমাত্র যেসব প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে, তারাই আবেদন করতে পারবেন। তবে OBC এবং SC, ST রা বয়সে তিন ও পাঁচ বছরের ছাড় পাবেন। ১লা জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী বয়সের হিসেব করার পরামর্শ দেওয়া হয়েছে।
◆ নিয়োগ পদ্ধতি: এই পদে নিয়োগের ক্ষেত্রে কোনরূপ পরীক্ষা দিতে হবেনা। শুধুমাত্র ইন্টারভিউ ও শারীরিক সক্ষমতার পরীক্ষার পরে সেই প্রার্থী যোগ্য বিবেচিত হলে নিয়োগপত্র তুলে দেওয়া হবে তার হাতে।
◆ আবেদন পদ্ধতি: এই পদের জন্য আবেদনের কোনো পদ্ধতি জানানো হয়নি। এক্ষেত্রে ইন্টারভিউয়ের দিন বায়োডাটা ও সমস্ত নথি নিয়ে যেতে হবে। এক্ষেত্রে যেসব নথি জমা দিতে হবে, সেগুলি হল- ভোটার কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স-এর মত ফটো আইডেন্টিটি প্রুফ, মাধ্যমিক পাসের সার্টিফিকেট ও মার্কশিট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, জাতিগত শংসা পত্র (যদি থাকে), স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, এক কপি রঙিন ও রিসেন্ট পাসপোর্ট ফটো, বয়সের প্রমাণপত্র (Civic Volunteer)।
বিঃদ্রঃ এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন।