স্যোশাল মিডিয়া (Social media) আমাদের প্রাত্যহিক জীবনের সাথে জড়িয়ে রয়েছে। স্যোশাল মিডিয়ায় এখন যে নেই, সে যেন সময় থেকে পিছিয়ে রয়েছে। এই স্যোশাল মিডিয়ার (Social media) মাধ্যমে আমরা কতো কিছুই না করে থাকি! কারুর সাথে যোগাযোগ করা থেকে শুরু করে সমস্ত রকমের কাজেই স্যোশাল মিডিয়া জড়িত। এই তৃতীয় বিশ্বের দেশে স্যোশাল মিডিয়া বিজ্ঞানের সবচেয়ে বড়ো অবদান। স্যোশাল মিডিয়ার সাহায্যে আমরা নানারকম অজানা বিষয় জানতে পারি। তেমনই স্যোশাল মিডিয়ার মাধ্যমে জেনে নিতে পারেন সাইকেলের বাংলা অর্থ।
সাইকেল (cycle) অন্যতম পরিবেশবান্ধব একটি যানবাহন। এটি যেমন সহজলভ্য এবং সস্তা। তেমনই সাইকেল চালানোও সহজ। তাই কাছাকাছি যাতায়াতের ক্ষেত্রে সাইকেলকেই প্রাধান্য দেন সবাই। আর সাইকেলের পিছনে খরচও করতে হয় না বেশি। তবে বর্তমানে শুধু টায়াল, টিউব দেওয়া এমনি সাইকেল নয়, ইলেকট্রিক সাইকেলের সংখ্যা এবং চাহিদাও বৃদ্ধি পেয়েছে ভীষণভাবে। সাধারণ সাইকেলে মোটর বসিয়ে তৈরি করা হয় এই ইলেকট্রিক সাইকেল। ফলে সহজে কম পরিশ্রম করে চালানো যায় এই ধরনের সাইকেল। এই সাইকেল গুলো ই-সাইকেল (E-cycle) নামে পরিচিত বাজারে।
সাধারণত সাইকেলের দাম ৪০০০ টাকা থেকে শুরু করে ১০ বা ১২ হাজার টাকা পর্যন্ত। তবে ই-সাইকেলের দাম তুলনামূলক বেশি। Hero Lectro C1, C5X এবং F1 এই তিনটি কোম্পানির ই-সাইকেল বাজারে চলে বেশি করে। তবে এই ব্যাপক প্রচলিত সাইকেল শব্দটি ইংরেজি শব্দ। এর বাংলা জানেন কি? সাইকেলের বাংলা হলো ‘দ্বিচক্রযান‘। হয়তো অনেকেই জানতেন না। তেমনই জেনে নিন সাইকেল সম্পর্কে অজানা তথ্য।
প্রথম সাইকেল কে আবিষ্কার করেছিলেন?
ফ্রান্সের পিয়ের মিশো এবং যুক্তরাষ্ট্রের পিয়ের লালেমেন্ট-নামক দুই ব্যক্তি প্রথম প্যাডেল চালিত সাইকেল আবিষ্কার করেন। তবে তাঁদের মধ্যে প্রকৃত এবং প্রথম উদ্ভাবক কে, তা জানা যায়নি।
প্রথম সাইকেলের কবে আবিষ্কার হয়েছিল?
১৮৮৮ সালে আধুনিক সাইকেলের জন্ম।