Viral Video: আবারও ভাইরাল হয়েছে পুষ্পা (Puspa) ছবির জনপ্রিয় গান সামি সামি (Sami sami) তে নেচে ভাইরাল হলো এই যুবতী। একটা সময় এই গান ছিল নম্বর ওয়ান টেন্ড্রিং-এ। ২০২১-এ মুভি রিলিজ করেছিল এই পুষ্পা মুভি। তখন এই গানে অনেকে ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছিল। এইবার এই গানে ভিডিও বানিয়ে ভাইরাল হলো আরও এক যুবতী।
সিনেমার দু বছর পেরিয়ে গেছে তারপরেও সামি সামি গানে নেচে ভাইরাল হচ্ছে নেটপাড়ায়। এই ভিডিওটির যুবতীকে একটি গোল্ডেন কালার এর পাড় যুক্ত রানি কালারের শাড়িতে দেখা যাচ্ছে। আর সাথে কালো রঙের ব্লাউজ। একটি ঘরে আলো বন্ধ করে একটি রিং লাইট জালিয়ে কালো রঙের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে নাচতে দেখা যাচ্ছে। খোলা চুলে সুন্দর লাগছে যুবতী কে।
এই ভিডিওটি আসামের একটি মেয়ে করেছে । ইউটিউবে তার চ্যানেলের নাম ‘আসাম গার্ল রিম্পি’ (Assam girl rimpi)। এই ভিডিওটিতে ৯৫ হাজারের মানুষ ভিডিওটি লাইক করেছেন। অনেক মানুষ শেয়ারো করেছেন।
আরও পড়ুন: Viral Video: সাউথের মুভির গানে কোমর দোলালেন শ্রীলঙ্কার এক যুবতী; ভাইরাল ভিডিও