বলিউডের বাদশা হলেন শাহরুখ খান ।তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা কম। তার ফ্যান ফলওয়ার্স সংখ্যা প্রচুর । গোটা বলিউড ইন্ডাস্ট্রি বলা যায় তাকে । তার একটি পুত্র সন্তান রয়েছে এবং তার নাম আরিয়ান খান ।এ কথা সকলেরই জানা। কয়েক মাস আগে তার পুত্র সন্তানের সঙ্গে মাদক ব্যবসার নাম জড়িয়েছিল ।
যদিও তারপরে বেকসুর খালাস পেয়েছিলেন তিনি। সেই নিয়ে ভীষণ চর্চা হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে ।বর্তমানে আরিয়ান খান প্রযোজনার কাজ দিয়েই নিজের ক্যারিয়ার জীবন শুরু করতে ইচ্ছুক। এমনটাই জানা গেছে যদিও কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। তার পর থেকেই তাকে নিয়ে ভীষণ চর্চা শুরু হয়ে যায়।
তাকে দেখতে একেবারে তার বাবা শাহরুখ খানের মতো। ফলে অনেকেই ভেবেছিলেন তিনিও হয়তো হিরো হবেন। কিন্তু এখনও পর্যন্ত তার সেরকম কোনো ইচ্ছা প্রকাশ পায়নি। হয়তো পরবর্তীকালে তিনি ও হিরো হিসেবে কাজ করতে পারেন। তবে তাকে পছন্দ করেছেন অনেকেই ।শুধু এই দেশেই নয় বিদেশ থেকেও অনেকেই মুগ্ধ হয়ে গিয়েছেন তাকে দেখে।
পাকিস্তানের এক অভিনেত্রী সজল আলি নিজের ইন্সট্রাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে রয়েছে আরিয়ান খান এর একটি ছবি এবং তার সাথে রয়েছে ছোট্ট একটা হার্ট সাইন। এবং ব্যাকগ্রাউন্ডে বাজে ‘যব হারি মেট সেজাল’ এর ‘হাওয়ায়’গানটি। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে পাকিস্তানের অভিনেত্রী হলেও তিনি বলিউডে কাজ করেছেন। যদিও এখনও পর্যন্ত আরিয়ান খানের মনের মানুষ কে সেটি জানা যায়নি।