ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

POST OFFICE: পোস্ট অফিস নিয়ে এসেছে দুর্দান্ত প্ল্যান, বছরে মাত্র ২৯৯ টাকা বিনিয়োগ করে পেয়ে যান ১০ লাখ টাকা !!

Updated on:

POST OFFICE: বর্তমানে প্রতিদিনই ক্রমাগত মূল্যবৃদ্ধি ফলে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।চাকরির বাজারও খুব একটা ভালো নয়,যারা চাকরি করছেন তাদের বেতন দিয়েও সংসারের খরচ টানা মুশকিল হয়ে যাচ্ছে।আবার ব্যবসার অবস্থাও খুব একটা সন্তোষজনক নয়।

এই পরিস্থিতিতে মধ্যবিত্ত সাধারণ মানুষের একমাত্র ভরসার জায়গা হল বিভিন্ন ইনভেস্টমেন্ট। বর্তমানে প্রত্যেকটি মানুষের কাছে একথা খুব ভালো করে পরিষ্কার যে যে যেখানে মুনাফা আসতে পারে এমন জায়গাতে বিনিয়োগ করাটাই বেশি লাভের। তবে এক্ষেত্রেও রয়েছে একটা সমস্যা। বিনিয়োগ করব বললেই তো হয়না আপনি কোথায় কীভাবে বিনিয়োগ করবেন সে বিষয়েও আগে সঠিক তথ্য জানা প্রয়োজন।

স্বাভাবিকভাবেই মানুষ তার কষ্টার্জিত সম্পদকে এমন কোথাও বিনিয়োগ করতে চাইবেন যেখানে তার অর্থ সুরক্ষিত থাকবে ও তার পাশাপাশি এতে তার ভবিষ্যৎও উজ্জ্বল হবে। অবশ্য বেশিরভাগ সময় দেখা যায় মানুষ বিনিয়োগ করতে চাইলেও বিপুল অঙ্কের প্রিমিয়াম দেখে কিছুটা হলেও পিছিয়ে যায়।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now
Post Office
Post Office



এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখেই আজ আমরা এমন এক প্ল্যানের কথা আলোচনা করতে চলেছি যেখানে বিনিয়োগ হবে খুবই কম কিন্তু মুনাফা হবে অধিক। ভারতীয় পোস্ট অফিস মাঝেমধ্যেই তার গ্রাহকদের কথা মাথায় রেখে দুর্দান্ত সব প্ল্যান নিয়ে হাজির হয়। এবারও এমনই এক নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে পোস্ট অফিস (POST OFFICE)।

জেনে রাখা ভালো,এই নতুন বীমা শুধু যে আপনার দূর্ঘটনাতেই সাহায্য করবে তার নয় বরং খুবই কম প্রিমিয়ামে আপনাকে রিটার্ন দেবে লক্ষ লক্ষ টাকা।এই নতুন প্ল্যানটির নাম পোস্ট অফিস অ্যাক্সিডেন্ট প্রোটেকশন ইন্স্যুরেন্স। বার্ষিক ২৯৯ টাকা এবং ৩৯৯ দুই ধরনের পলিসি রয়েছে এখানে। পরিবর্তে আপনি পাবেন ১০ লক্ষ টাকার লাইফ ইন্সুরেন্স।

তবে এই বিমার সুবিধা নেওয়ার জন্য ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট থাকা আবশ্যক। উল্লেখ্য, বারাণসী জোনের পোস্টমাস্টার জেনারেল কৃষ্ণ কুমার যাদব এই বিমা প্রসঙ্গে জানিয়েছেন যে, সম্প্রতি ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংক এবং টাটা AIG-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে বলা হয়েছে যে, ১৮ থেকে ৬৫ বছর বয়সী যে কোনো মানুষই এই বীমার জন্য বিনিয়োগ করতে পারবে‌।

পলিসি অনুযায়ী, যদি বীমাকারীর হঠাৎ কোনো দূর্ঘটনায় মৃত্যু হয় অথবা শারীরিক ভাবে ক্ষতিগ্রস্থ হয় তাহলে ১০ লক্ষ টাকা পর্যন্ত ইন্সুরেন্স পাবেন তিনি। পাশাপাশি যদি হাসপাতালে ভর্তি হতে হয় তাহলে মিলবে ৬০০০০ টাকার চিকিৎসা খরচ। এছাড়াও IPD এবং OPD এর জন্য পাওয়া যাবে ৩০,০০০ টাকা।

এছাড়া ৩৯৯ টাকার প্ল্যানটি নিলে মিলবে অতিরিক্ত কিছু সুবিধা। এই পলিসির অধীনে আপনি পাবেন, নিজের দুই সন্তানের শিক্ষাখাতে ১ লক্ষ পর্যন্ত জরুরিভিত্তিক সাহায্য। পাশাপাশি ১০ দিনের জন্য দৈনিক ১০০০ টাকা হিসেবে খরচ এবং এক রাজ্য থেকে অন্য রাজ্যে পরিবহন খরচ হিসেবে ২৫০০০ টাকা।

তাহলে আর দেরী কিসের আপনারও যদি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে এই বিমার জন্য আবেদন করে ফেলুন।বিশদ জানতে নিকটবর্তী পোস্ট অফিসে (POST OFFICE) যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন: Post Office Scheme: পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে মিলবে ডাবল টাকা, জানুন বিস্তারিত !!

About Author

Leave a Comment