সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভিডিওগুলোর একেকটির বিষয় হয় একেক রকম। কোনো ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে হাসির পরিবেশ সৃষ্টি করে। আবার কোন ভিডিও আমাদের মনে রাগের উদ্রেক করে ।আবার অনেক মানুষের প্রতিভা প্রকাশিত হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
তবে শুধু মানুষ নয় বিভিন্ন পশু পাখির কার্যকলাপেরও ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। প্রতিনিয়ত এই সব ভিডিওগুলি ভাইরাল হয়। সাপ সংক্রান্ত অনেক ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই ভিডিওগুলি দেখতে যেমন অনেকে ভালোবাসেন তেমন আবার অনেকেই এরকম ভিডিও দেখতে চান না অনেকেই।
সম্প্রতি সাপের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে একটি কালো রংয়ের একটি সাপের মুখের সামনে দুটি অনেক বড় ডিম রাখা রয়েছে ।যা সাপটির মুখের আকৃতির থেকে অনেকটা বড় । কিন্তু এক নিমিষেই সেই ডিমগুলি খেয়ে ফেলেছে সাপটি। এর থেকে বোঝা যাচ্ছে যে তার পাকস্থলী অনেকটাই বড় ।যে কারণে সে ডিম দুটি নিমিষেই খেয়ে ফেলতে পেরেছে।
Egg eating snakes🐍 Nature never ceases to surprise #nature #snakes pic.twitter.com/x2pqfliqGZ
— Geethanjali K IFS (@Geethanjali_IFS) September 8, 2022
সব মিলিয়ে ভিডিওটি ভীষণ ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন এবং লাইক কমেন্ট শেয়ার করেছেন ।ভিডিওটি দেখে অনেকেই ভীষণ অবাক হয়েছেন।