Mimi Chakraborty: টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভিনয়ের গুণে তিনি যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন, তেমনই বর্তমানে ব্র্যান্ড এনডোর্সমেন্ট হিসাবেও তিনিই সবচেয়ে বেশি জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতে ও অন্যান্য তারকাদের মধ্যে তিনিই বেশি সক্রিয়। সম্প্রতি বেশ কিছু ছবি ইনস্টাগ্রাম এ শেয়ার করেছেন অভিনেত্রী। যা বহু পুরুষের বুকে ঝড় তুলেছে।
সম্প্রীতি শেয়ার করা ফটোতে দেখা যাচ্ছে যে, অভিনেত্রীর (Mimi Chakraborty) পরনে আছে মেটালিক সিলভার শেডের লেহেঙ্গা চোলি। চোলি টি স্লিভলেস। নেকলাইন ডিপ হওয়ার কারণে উন্মুক্ত রয়েছে মিমির ক্লিভেজ। চোলির ব্যাক লাইন ও যথেষ্ট ডিপ। সাথে আছে মেটালিক সিলভার সেডের ওড়না। সেই ওড়না তে আছে স্টোনের কারুকার্য। লেহেঙ্গার সাথে ব্যবহার করেছেন মেটালিক শেডের আইশ্যাডো ও কালো লাইনার এবং সাথে আছে কাজল।
ঠোঁটে দিয়েছেন পিচশেডের লিপস্টিক। আর চিক বোনে হালকা ব্রাউন রঙের ব্লাসার। লেহেঙ্গার সঙ্গে স্টোনের গয়না করেছেন অভিনেত্রী (Mimi Chakraborty) গলায় রয়েছে হালকা স্টোনের নেকলেস কানে ইয়ারিং এবং ডানহাতে একটা ব্রেসলেট। এই পোশাকেই ঝড় তুলেছেন গোটা সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর এইরকম সাজ পোশাক দেখে প্রশংসায় ভরিয়ে তুলেছেন বহু অনুরাগীরা।
View this post on Instagram
সম্প্রতি চলতি বছরেই পুজোর সময় মুক্তি পেয়েছিল মিমি অভিনীত রক্তবীজ ফিল্ম। এটি সাসপেন্স থ্রিলার ঘরানার ফিল্ম। বক্স অফিসে এই ছবির রিপোর্ট যথেষ্ট ভালো। কাজের ব্যস্ততার ফাঁকে সময় বার করে অনুরাগীদের সাথে নিজের কিছু সৌন্দর্যের মুহূর্তের ছবি শেয়ার করে নিচ্ছেন অভিনেত্রী।
আরও পড়ুন: CID: হল না শেষরক্ষা! হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ ‘CID’ অভিনেতা দীনেশ ফড়নিশের