LIC: সঞ্চয় কে না চায়? কিন্তু যেখানে সেখানে সঞ্চয় করলেই তো আর হল না। সঞ্চয় আসলে সারাজীবনের ভরসা। জীবনের শেষ দিনগুলোতে বা বিশেষ বিশেষ সময়ে সবাই সঞ্চয়ের মাধ্যমেই জীবনযাপন করে। তাই সঞ্চয় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আমাদের জীবনে।
তাই সঞ্চয়ের সময় সকলেই চান যতটা সম্ভব বেশি অর্থ পাওয়া। সেক্ষেত্রে যেখানে বেশি সুদ দেওয়া হয়, সেখানেই সকলে টাকা সঞ্চয় করতে চান। এই সুদ পাওয়া প্রসঙ্গে LIC বা জীবন বিমা সংস্থার কোনও বিকল্প নেই।
LIC বা জীবন বিমা সংস্থার তরফে বিভিন্ন ধরনের প্রকল্প বা স্কিম রয়েছে। সম্প্রতি LIC বা জীবন বিমা সংস্থার তরফে এসেছে নতুন স্কিম। এই স্কিমের নাম ‘জীবন আনন্দ’। এই স্কিমের মাধ্যমে প্রতিমাসে মাত্র ২৫০০ টাকা জমা করে একসাথে প্রায় ৯.৫০ লক্ষ টাকা ফেরত পেতে পারেন গ্রাহকরা। জেনে নিন বিস্তারিত।
যেকোনও গ্রাহক এই স্কিমের সুবিধা নিতে পারবেন। তার জন্য শুধু আধার কার্ড থাকলেই চলবে। ধরুন, কোন গ্রাহক যদি ৩৫ বছর বয়সে ৫ লক্ষ টাকায় ২০ বছরের জন্য এই পলিসি নেন। তাহলে প্রতি মাসে তাঁকে ২৫০০ টাকা দিতে হবে। সেক্ষেত্রে তিনি সুদ হিসেবে পাবেন ৪.৫ লক্ষ টাকা। অর্থাৎ রিটার্ন পাবেন ৯.৫০ লক্ষ টাকা। এই স্কিমের উচ্চ সুদই হল এই স্কিমের বিশেষত্ব।
অল্প কিছু বিনিয়োগ করেই পেয়ে যান ১০ লাখ টাকা, LIC নিয়ে আসলো ধামাকাদার প্ল্যান !!
About Author