ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

ঘরে অসুস্থ স্বামীকে রেখে সংসারের দায়িত্ব তুলে নিয়ে এক বছরের সন্তানকে কোলে বেঁধেই টোটো চালাচ্ছে মা, কুর্নিশ নেটদুনিয়ায়

Published on:

সোশ্যাল মিডিয়ার( Social Media) দৌলতে আমাদের চারপাশের বিভিন্ন খবর আমরা জানতে পারি । এমন অনেক খবর বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যেগুলি আমাদেরকে অনুপ্রাণিত (Inspired) করে । সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে আবার অনেক সময় এমন কিছু ভিডিও ( Video) ভাইরাল হয় যেগুলো দেখে হয়তো আমাদের মনে রাগের উদ্রেক হয় । তবে এই ভিডিওটি দেখলে আপনি অনুপ্রেরণাই পাবেন ।জীবনসংগ্রাম ( Struggle of life) চালিয়ে যাওয়ার কঠিন লড়াই নিহিত রয়েছে এই ভিডিওতে।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

Ccc1, ঘরে অসুস্থ স্বামীকে রেখে সংসারের দায়িত্ব তুলে নিয়ে এক বছরের সন্তানকে কোলে বেঁধেই টোটো চালাচ্ছে মা কুর্নিশ নেটদুনিয়ায়, ঘরে অসুস্থ স্বামীকে রেখে সংসারের দায়িত্ব তুলে নিয়ে এক বছরের সন্তানকে কোলে বেঁধেই টোটো চালাচ্ছে মা, কুর্নিশ নেটদুনিয়ায়

জানা যায় উত্তরপ্রদেশের ( Uttarpradesh) চঞ্চল শর্মা ( Chanchal Sharma) নামক এক মহিলা সংসারের খরচ চালানোর জন্য টোটো চালাচ্ছেন। এর সাথে সাথে নিজের সন্তানকে কোলে নিয়ে তিনি টোটো চালাচ্ছেন । সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর পৌঁছে গেছে নেটিজেনদের কাছে।

Ccc, ঘরে অসুস্থ স্বামীকে রেখে সংসারের দায়িত্ব তুলে নিয়ে এক বছরের সন্তানকে কোলে বেঁধেই টোটো চালাচ্ছে মা কুর্নিশ নেটদুনিয়ায়, ঘরে অসুস্থ স্বামীকে রেখে সংসারের দায়িত্ব তুলে নিয়ে এক বছরের সন্তানকে কোলে বেঁধেই টোটো চালাচ্ছে মা, কুর্নিশ নেটদুনিয়ায়

জানা যায় তার স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায় ।তবুও তিনি ভেঙে পড়েননি ।জীবিকা অর্জনের জন্য তিনি টোটো চালানো কে পেশা হিসেবে বেছে নিয়েছেন । তার একটি সন্তান রয়েছে। যে খুবই ছোট তাই তাকে কোলে নিয়েই তিনি টোটো চালাতে বেরিয়ে পড়েন । জানা গেছে সেই মহিলাটির নাম চঞ্চল শর্মা ( Chanchal Sharma) ।

তার এই জীবন-সংগ্রাম প্রত্যেক নারীকে উদ্বুদ্ধ করেছে। অনেকেই হয়তো কোন রোজগার করেন না বলে স্বামীকে ছেড়ে আসতে পারেন না ।আবার অনেকেই এ অবস্থায় আত্মহত্যা ( Suicide) করেন । কিন্তু তিনি যে জীবন সংগ্রামে হাল ছেড়ে দেন নি এটাই অনেক। জানা গেছে তিনি প্রথমে চাকরীর চেষ্টা করেছিলেন কিন্তু চাকরি ( Job) না পাওয়ায় এই পেশা গ্রহণ করেছেন।

About Author

Leave a Comment