ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

মাত্র একবার বিনিয়োগে বছর শেষে পাবেন ৫৯,৪০০ টাকা, মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত পলিসি নিয়ে এল পোস্ট অফিস

Published on:

আপনি কি মাসিক বা এককালীন টাকা জমিয়ে একেবারে অনেক টাকা পেতে চান? যদি আপনার উত্তর হ্যাঁ হয়। তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ। এককালীন বিনিয়োগ করে আপনি হতে পারেন লাখ টাকার মালিক। আমরা প্রত্যকেই টাকা সঞ্চয় করে রাখতে চাই। তবে শুধু সঞ্চয় নয়, তার সাথে ভালো ইন্টারেস্টও পেতে চাই আমরা। এই কারণেই সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা আমাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

Post Office Scheme1, মাত্র একবার বিনিয়োগে বছর শেষে পাবেন ৫৯৪০০ টাকা মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত পলিসি নিয়ে এল পোস্ট অফিস, মাত্র একবার বিনিয়োগে বছর শেষে পাবেন ৫৯,৪০০ টাকা, মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত পলিসি নিয়ে এল পোস্ট অফিস

এগুলোর মধ্যে সরকারি সংস্থা পোস্টঅফিস (Post Office) হল অন্যতম। এখানে সাধারন মানুষ টাকা জমিয়ে রেখে একটা সময়ের পর বেশি সুদে টাকা ফেরত পাবেন। এখানকার স্কিমগুলির দিকে সাধারণ মানুষের আকর্ষণ থাকে যথেষ্ট। আর যদি এককালীন বা মাসিক টাকা বিনিয়োগ করে কয়েকবছর পর আপনি যদি লাখ টাকার মালিক হন, তাহলে তো কথাই নেই।

পোস্ট অফিসের তরফ থেকে আনা হয়েছে একটি নতুন স্কিম, যার নাম মান্থলি সেভিংস স্কিম (MIS)। এই স্কিমে স্বামী-স্ত্রী দুজনেই মাসিক সঞ্চয় প্রকল্প থেকে ভালো পরিমাণে অর্থ লাভ করতে পারবেন। এককভাবে অথবা যৌথভাবে দুই ভাবেই খোলা যাবে অ্যাকাউন্ট। একজন ব্যক্তি এককভাবে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুললে সর্বনিম্ন ১০০০ টাকা জমাতে পারেন এবং সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। যদি যৌথভাবে স্বামী-স্ত্রী অ্যাকাউন্ট খোলেন তখন সর্বনিম্ন ২০০০ টাকা এবং সর্বোচ্চ ৯ লক্ষ টাকা জমানো যাবে। এমনকি দুজন বা তিনজন মিলেও অ্যাকাউন্ট খোলা যাবে। এই ক্ষেত্রে বিনিয়োগ সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।

Post Office, মাত্র একবার বিনিয়োগে বছর শেষে পাবেন ৫৯৪০০ টাকা মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত পলিসি নিয়ে এল পোস্ট অফিস, মাত্র একবার বিনিয়োগে বছর শেষে পাবেন ৫৯,৪০০ টাকা, মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত পলিসি নিয়ে এল পোস্ট অফিস

সবচেয়ে বড় সুবিধা হল এই স্কিমের যৌথ অ্যাকাউন্টকে সিঙ্গেল অ্যাকাউন্টে রূপান্তরিত করাও যাবে। তবে যৌথ অ্যাকাউন্টের সদস্যদের অনুমতি সাপেক্ষ আবেদনপত্র পোস্ট অফিসে জমা দেওয়া আবশ্যিক। বর্তমানে স্কিমটির বার্ষিক সুদ ৬.৬ শতাংশ। তবে স্বামী-স্ত্রী মাসিক টাকা না দিয়ে যৌথ অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৯ লক্ষ টাকা জমার উপরে পাবে ৬.৬ শতাংশ সুদ। ফলে ৫৯,৪০০ টাকা রিটার্ন পাবেন, যার মাসিক লাভের হার ৪৯৫০ টাকা। তবে এক্ষেত্রে শর্ত হল স্বামী-স্ত্রী দুজনই বার্ষিক ৫৯,৪০০ টাকা হতে হবে।

About Author

Leave a Comment