বলিউড বাঘিনী কঙ্গনা যাকে আমরা অনেকেই চিনি। খুঁটিনাটি কোনো বিষয় থেকে বড় বিষয় কোনো কিছুর ই থেকে তাঁর চোখ এড়ায় না। তিনি একজন সাহসী অভিনেত্রী। বলিউড এ পা রাখেন গ্যাংস্টার ছবি এর হাত ধরেই। অনেক ভালো ভালো ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের।
২০০৬ সালের একটি ছবির জন্য বাঙালি পরিচালক অনুরাগ বসু তাঁর নায়িকা হিসেবে বেছেছিলেন কোয়েল মল্লিক কে। কোয়েল এক কথায় রাজি ও ছিল। কোনো অডিশন ছাড়াই তিনি সিলেক্টেড ছিলেন। বলিউড এ পা রাখার এটা ছিল তাঁর অনেক একটি বড় সুযোগ। কিন্তু তিনি সেই ছবি করলেন না। বেঁকে বসলেন তিনি। আসলে তিনি কখননোই চাননি পরিবারের নিয়ম কানুন এর বাইরে যেতে। বলিউড এ অভিনয় করতে গিয়ে নিজের গন্ডির বাইরে তিনি যেতে চাননি। যে কারণে তিনি বলিউড এ কাজ করার সুযোগ হাতছাড়া করেন।
কোয়েল এরও সবে সবে ক্যারিয়ার এর শুরুর দিক। তিনি কখনই চাননি শুরুর দিকে নিজের নীতি ভাঙতে। বলিউড এ অভিনয় করতে হলে অনেক কিছুর ই বাইরে যেতে হত তাকে তিনি সেটা করতে দ্বিমত ছিলেন। আফসোস নেই অভিনেত্রী এর এই কারণে।একটি জনপ্রিয় টক শো এ তিনি জানিয়েছিলেন তাঁর গ্যাংস্টার এ অভিনয় না করার মূল কারণ।
কোয়েল কে প্রশ্ন করা হয় ঠিক কি কারণে তিনি ছবিটি করেন নি এবং কিছু অপশন ও দেওয়া হয় । তিনটি অপশন এর মধ্যে কস্টিউম টি তিনি বেছে নেন। পরিচালক বলেন , ” গ্যাংস্টার এর গল্প বলার সময় আমি কোয়েলকে একটি দৃশ্য বলছিলাম, সেটা চুম্বনের দৃশ্য। কঙ্গনা কেও আমরা ওই দৃশ্যে দেখেছি। এটা ওর এথিকস আর মোরাল এর প্রশ্ন। সেই জন্যেই আমি কোয়েলকে এত সন্মান করি। অন্য কোন অভিনেত্রী হলে, হ্যাঁ বলে দিত। কোয়েল নিজে খুব পরিস্কার ভাবে না যানিয়েছিলেন। ”
যে দৃশ্যের জন্য কোয়েল ছবি ফেরান তারপর কঙ্গনা কে বলা হয় ছবিটির জন্য। সেই দৃশ্যে কঙ্গনা ফাটাফাটিভাবে রাতারাতি বলিউড এ জায়গা করে নেন। তারপর আর কোনো বলিউড ছবিতে কাজ করেননি কোয়েল। অনুরাগ বসু এর এই ছবি চরম হিট ও হয়েছিল।