ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

TRP: বিশাল রদবদল রেটিং চার্টে! চমক গৌরী -জগদ্ধাত্রীর, খড়ি- মিঠাইদের স্কোর কেমন?

Published on:

টি আর পি(TRP) বিষয়টি অনেকটা পরীক্ষার ফলাফলের মতো। পরীক্ষার ফলাফলের ওপর যেমন বিচার করা হয় পরীক্ষার্থীদের মান। তেমনই টি আর পি-এর ওপর ধারাবাহিকগুলির ফলাফল নির্ভর করে। যে ধারাবাহিক টি আর পি-এর দৌড়ে যত বেশি এড়িয়ে থাকবে, সেই ধারাবাহিক ততোও বেশি জনপ্রিয়তা লাভ করবে।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

সারা সপ্তাহের বিচারে একবার করে প্রকাশিত হয় বাংলা ধারাবাহিকের টিআরপি চার্ট (TRP chart)। প্রতি সপ্তাহের মতোন এই সপ্তাহেও প্রকাশিত হয়েছে বাংলা ধারাবাহিকের টিআরপি চার্ট (TRP chart)। দেখে নিন কোন ধারাবাহিকগুলি এগিয়ে রয়েছে–

১) গৌরী এলো ৮.২
২) জগদ্ধাত্রী ৭.৩
৩) গাঁটছড়া ৭.২
৪) ধুলোকণা ৭.১
৫) মিঠাই – ৬.৭
৬) লক্ষ্মী কাকিমা সুপারস্টার, আলতা ফড়িং ৬.৪
৭) সাহেবের চিঠি ৬.২
৮) অনুরাগের ছোঁয়া , মাধবীলতা ৬.১
৯) খেলনা বাড়ি ৬.০
১০) নবাব নন্দিনী ৫.৪
১১) এই পথ যদি না শেষ হয় ৫.২
১২) হরগৌরী পাইস হোটেল , এক্কা দোক্কা ৪.৯
১৩) পিলু ৪.৫
১৪) লালকুঠি ৪.৩
১৫) উড়ন তুবড়ি, বোধিসত্ত্বর বোধবুদ্ধি ৩.৭
১৬) গুড্ডি ৩.৫
১৭) গোধূলি আলাপ ৩.১
১৮) শিশু ভোলানাথ ২.২
১৯) রাধাকৃষ্ণ ১.৬
২০) বিক্রম বেতাল ১.১

টি আর পি-এর দৌড়ে যে ধারাবাহিকগুলি এগিয়ে, জেনে নিন–

১) দিদি No.1 [সানডে ধামাকা] ৫.৫
২) সা রে গা মা পা ৫.২
৩) Dance Dance Junior ৪.৫
৪) রান্নাঘর ১.১

About Author

Leave a Comment