Viral Video: নিজের বাড়ির ছাদে নেচেই ভিডিও ভাইরাল হল এক যুবতীর। বাংলা সিনেমার ট্রেন্ডিং গান ‘এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে’ গানে নেচে মন মাতালেন যুবতী। ইন্টারনেটে ট্রেন্ডিং হবে অনেকেই নেচে ভিডিও পোস্ট করে থাকেন তবে তার মধ্যে কয়েকজনের নাচই নজর কাড়ে দর্শকদের। নিজের প্রতিভা তুলে ধরার ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম একটি মাধ্যম গিয়ে দাঁড়িয়েছে। আর বর্তমানে প্রতিভা দেখিয়ে এই ইউটিউবের মাধ্যমে রোজগারও করা সম্ভব।
সম্প্রতি রিম্পাস ডান্স নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। এই যুবতীর নাম রিম্পা। বাড়ির ছাদের উপর একেবারে গানের লাইনের সঙ্গে মিলিয়ে দুর্দান্ত স্টেপে তাক লাগিয়েছেন ওই যুবতী।
ভিডিওটিতে ওই যুবতীর পরনে রয়েছে আকাশি রঙের শাড়ি। সঙ্গে মানানসই খয়েরি রঙের ব্লাউজ। গলায় হার, হাতে চুরি, কানে দুল সহ মাথায় গোঁজা ফুল। সাধারণভাবেই নিজেই অসাধারণভাবে সাজিয়ে তুলেছেন ওই যুবতী। অনেকসংখ্যক মানুষের কাছে খুব সহজেই পৌঁছানোর একটি উপায় হলো ইন্টারনেট। যা কোনোদিন সম্ভব বলে চিন্তা করা যায়নি বর্তমানে ইন্টারনেটের সহায়তায় তা সম্ভব হয়ে দাঁড়িয়েছে।
Viral Video Youtube Video:
১ বছর আগের শেয়ার এই ভিডিওটি ইতিমধ্যেই ১৮ হাজার মানুষ দেখে ফেলেছেন। এমনকি পছন্দ করেছেন প্রায় ৫০০-এর বেশি মানুষ। ভিডিও ভাইরাল হতেই বহু মানুষ কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্ট সেকশন। কেউ লিখেছেন যে ‛অসাধারণ’। কেউ লিখেছেন ‛ওয়াও’। আবার কেউ তার নাচ দেখে মুগ্ধ হয়ে যাওয়ার কথাও লিখেছেন।
আরও পড়ুন: Viral Video: জনপ্রিয় লোকসংগীতে নৃত্য প্রদর্শন এক যুবতীর; প্রশংসা ঝড় নেটদুনিয়ায়