ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

Post Office Schemes: রাতারাতি টাকা করুন ডবল , টাকা জমান সরকারের এই ৫ স্কিমে, আর অপেক্ষা করুন কয়েকটা দিনের !!

Updated on:

Post Office Schemes: বর্তমানে আমাদের দেশ তথা রাজ্যে প্রতিনিয়ত মূল্য বৃদ্ধির কারণে আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা ভালো রিটার্ন পাওয়ার কিংবা সল্প সময়ে টাকা দ্বিগুণ করার আশায় টাকা বিনিয়োগ করে থাকেন বিভিন্ন মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে গ্যামলিং অ্যাপ্লিকেশন, লটারীর মতো যুয়াতেও। এবং এইক্ষেত্রে রিস্কও থেকে থাকে তুলনমূলকভাবে অনেক বেশি।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

তাই সঠিক বিচার বিবেচনা না করে টাকা বিনিয়োগ করে থাকলে টাকার পরিমাণ বাড়ার বদলে লোকসানের পরিমাণ বৃদ্ধির আসংক্ষা বেড়ে যায়। সবসময় এসমস্ত জায়গায় টাকা বিনিয়োগ করলেই যে টাকা দ্বিগুণ হয়ে যাবে তার কোন মানে নেই। কারণ এই ধরনের প্রকল্পে কখনও নিশ্চয়তা মেলে না। তাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আওতায় বিভিন্ন ব্যাংক ও পোস্ট অফিসে (Post Office Schemes) প্রায় সারাবছরই বিশেষ কয়েক ধরনের সরকারি প্রকল্প ব্যাবস্থা থাকে, যেখানে বিনিয়োগের টাকা আপনার নিরাপদ থাকে।

১. ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অন্দরে এটি হলো একটি সরকারি যোজনা। এখানে টাকা বিনিয়োগ করলে প্রত্যেক বছর ৭.৭ শতাংশ হারে সুদ মিলবে এবং এই যোজনায় আপনি আপনার টাকা বিনিয়োগ করে দ্বিগুণ করতে আপনার সময় লাগবে মাত্র ১০.৫৮ বছর।

২. ফিক্সড ডিপোজিট: সূত্রের খবর, রিজার্ভ ব্যাংক তাদের রেপো রেট বাড়িয়ে দেওয়ায় বেশিরভাগ ব্যাঙ্কগুলিও তাদের নিজেদের ফিক্সড ডিপোজিটের হার বাড়িয়েছে। তাই বর্তমানে আপনি ফিক্সড ডিপোজিট করলে কমপক্ষে ৬ শতাংশ হারে সুদ পাবেন। ফলে ফিক্সড ডিপোজিট-এর টাকা দ্বিগুণ হবে ১২ বছরেই।

৩. কিষাণ বিকাশ পত্র: জানা গেছে, এই যোজনায় টাকা বিনিয়োগ করলে, প্রত্যেক বছর ৭.৫ শতাংশ হারে সুদের মাধ্যমে আপনার টাকা দ্বিগুণ হতে সময় লাগবে মাত্র ১০ বছর ৩ মাস।

৪. পাবলিক প্রভিডেন্ট ফান্ড: বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ হলো বিনিয়োগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম, যেখানে বছরে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়। ফলে এই ফান্ডে আপনি আপনার টাকা বিনিয়োগ করলে তা দ্বিগুণ করতে পারবেন মাত্র ১০ বছর বা কিছু বেশি সময়ের মধ্যেই।

About Author

Leave a Comment