Viral Video: বর্তমান মানব জীবনে স্মার্টফোন ছাড়া চলা একপ্রকার অসম্ভব। আর এই স্মার্টফোন উদ্ভব হওয়ার পরপরই আসে সোশ্যাল মিডিয়া নামক এক প্ল্যাটফর্ম। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমানে এখন অনেক মানুষ তাদের রোজগার তথা এন্টারটেইনমেন্ট এর একটা নতুন পথও খুঁজে নিয়েছে। তাই যত দিন যাচ্ছে ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোশ্যাল মিডিয়ার ক্রেজ।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন প্রতিটি মুহূর্তে নিত্য নতুন সাধের ছবি থেকে শুরু করে ভিডিও কতকিছুই না দেখতে পাওয়া যায়। এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেশ বিদেশের বহু খবরা খবরের আপডেট হাতের মুঠোয় এখন সকলের।সেই সঙ্গে প্রতিদিনই কোনো না কোনো ভিডিও ভাইরাল (Viral Video) হতে দেখা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হতে দেখা গেলো সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একটি গরু তার নিজের মুখ দিয়ে একটি বিষাক্ত প্রজাতির কিং কোবরা (King Cobra) সাপকে চাটছে। এবং এই ভিডিওটি শেয়ার করেছেন একজন আইএফএস অফিসার। আর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই তুমুল ভাইরাল হয়ে পড়ে।
Difficult to explain. The trust gained through pure love 💕 pic.twitter.com/61NFsSBRLS
— Susanta Nanda (@susantananda3) August 3, 2023
এই ভিডিওটিতে দেখা যায় একটি খোলা জায়গায় বসে আছে একটি বিষাক্ত প্রজাতির কিং কোবরা সাপ। এবং সেখানে অজান্তেই চলে আসে একটি গরু। তারপর সেই গরুটি সাপটির কাছে গিয়ে নিজের অজান্তেই সাপটিকে জিভ দিয়ে চাটতে আরম্ভ করে। আর এরপর সাপটিও নিজের বিপদ বুঝে গরুটিকে ছোবল মারার চেষ্টা করতে যায় এবং অবশেষে গরুটিও মুখ সরিয়ে নেয় সেখান থেকে। আর স্বাভাবিকভাবেই এইরকম লোমহর্ষক ভিডিও পছন্দ হয় সোশ্যাল মিডিয়ার প্রতিটি নেটিজেনদের কাছে। তাই এই কারণে ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অন্যতম সেন্সেশনাল একটি ভিডিও।