ইচ্ছাশক্তি এবং মনের মধ্যে অদম্য জেদ থাকলে, কোনোকিছুই অসম্ভব নয়। এ কথাটি এরআগে বহুবার প্রমাণিত করেছেন অনেকেই। আর এবার সেই তালিকাতেই নাম অন্তর্ভুক্ত করলেন, IAS অফিসার রোমান সাইনি। তিনি প্রথমবার সিভিল সার্ভিস পরীক্ষায় বসে বাজিমাত করলেন কোনোরকম কোচিং ছাড়াই। তাঁর এই লড়াইয়ের ফলাফল তাঁকে এনে দেয়, আইএএস অফিসারের পদ। তাঁর এই লড়াকু জীবনযুদ্ধের কাহিনী, যা অনুপ্রেরণা যোগাবে বর্তমান প্রজন্মের বহু মানুষের।
একথা আমরা প্রায় সকলেই জানি, যে UPSC পরীক্ষা ভারত তথা গোটা বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি। প্রতি বছর সারা ভারত থেকে লক্ষ লক্ষ পরীক্ষার্থী UPSC পরীক্ষায় অংশগ্রহণ করেন IAS অফিসার হওয়ার লক্ষ্যে। এই পরীক্ষায় এমন অনেক পরীক্ষার্থী আছেন যাঁরা দ্বিতীয় বা তৃতীয় প্রচেষ্টায়ও সফলতা অর্জন করতে সক্ষম হতে পারেননা। আবার এমনও কিছু প্রতিভাবান পরীক্ষার্থী রয়েছেন, যাঁরা একবারেই প্রথম প্রচেষ্টাতে UPSC পরীক্ষা পাশ করেছেন। আর সেই মেধাবীদের তালিকার মধ্যে একজন হলেন রাজস্থানের ছেলে রোমান সাইনি।
জানা গেছে, তিনি ডাক্তারি ছেড়ে দিয়েছিলেন IAS অফিসার হওয়ার জন্য। কারণ দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন বলেই তিনি IAS হওয়ার লক্ষ্যে UPSC পরীক্ষায় বসেন। এবং তিনি প্রথম বারের চেষ্টাতেই সফল ভাবে উত্তীর্ণ হন UPSC পরীক্ষায়। এরপর তিনি IAS অফিসার হওয়ার জন্য ডাক্তারের পেশা ছেড়ে দেন। কিন্তু অবাক হওয়ার মতো বিষয়টি হলো, যে এই IAS অফিসারের পদও তিনি ছেড়ে দেন UPSC প্রার্থীদের পর্যাপ্ত শিক্ষা দানের লক্ষ্যে। এবং খুলে ফেলেন Unacademy নামের একটি কোম্পানি। আর এই কোম্পানির বর্তমান মূল্য 15,000 কোটি টাকারও বেশি।
আইএএস অফিসার রোমান সাইনি রাজস্থানের বাসিন্দা ছিলেন। এবং তাঁর বাবা পেশায় একজন ইঞ্জিনিয়ার ও তাঁর মা ছিলেন একজন গৃহিনী। জানা যায়, ছাত্র হিসাবে খুব মেধাবী ছিলেন রোমান। মাত্র 16 বছর বয়সে AIIMS পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। আর এরপরই ডাক্তার হিসাবে কাজ শুরু করেন। এবং মাত্র ছয় মাসের মধ্যেই আইএএস অফিসার হওয়ার লক্ষে পদত্যাগ করেছিলেন এই ডাক্তারের পদও। এরপর UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রোমান মধ্যপ্রদেশে কালেক্টর হিসাবে কাজ করলেও কিন্তু থেমে থাকেননি তিনি। আইএএস অফিসার পদও ত্যাগ করে রোমান তার বন্ধু গৌরব মুঞ্জালের সঙ্গে যৌথ ভাবে Unacademy নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। যে কোম্পানিই বর্তমানে দেশের মেধাবী পড়ুয়াদের এগিয়ে যাওয়ার পথে একমাত্র সঙ্গী।