মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হিসাবে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছেন বিল গেটস (Bill Gates)। তাকে চেনেন না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সুপরিচিত ব্যক্তিত্ব হওয়ায় সোশ্যাল মিডিয়াতে তাঁর করা যে কোনো পোস্ট খুব দ্রুত ভাইরাল হয়। সম্প্রতি সামাজিক মাধ্যমের পাতায় তাঁর করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে রাস্তার ধারের এক চাওয়ালার দোকানে দাঁড়িয়ে চা খেতে দেখা গিয়েছে। শুধু তাই নয় সঙ্গে সেই দোকানির ভূয়সি প্রশংসাও করেছেন বিল গেটস।
এখন প্রশ্ন কে এই চাওয়ালা (Bill Gates)! যার চা খেয়ে রীতিমতো মুগ্ধ হয়েছেন Bill Gates। কী বা বিশেষত্ব আছে সেই দোকানির মধ্যে! যার জন্য চা খেতে ছুটে আসছেন স্বয়ং বিল গেটস! ইনস্টাতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নাগপুরে এক চা বিক্রেতার থেকে চা কিনে খাচ্ছেন বিল গেটস। দোকানিকে বলতে শোনা যাচ্ছে ‘এক কাপ চা প্লিজ’। এরপর চা বিক্রেতাও তার নিজস্ব স্টাইলে গরম চা পরিবেশন করছেন বিল গেটসকে। বিল গেটসও বেশ উপভোগ করে চুমুক দিচ্ছেন গরম চায়ে। সঙ্গে ক্যাপশনে লিখেছেন ভারতের সর্বত্র আপনি নতুনত্ব খুঁজে পেতে পারেন। এমনকি চা বানানোর পদ্ধতিতেও।
View this post on Instagram
জানা গিয়েছে, যে চা বিক্রেতার কাছ থেকে তিনি চা কিনে খেয়েছেন তার নাম ‘ডলি চাইওয়ালা’। তবে এখন সকলের প্রশ্ন কেন বিখ্যাত এই ডলি চাওয়ালা! আসলে দক্ষিণী তারকা রজনীকান্তের স্টাইলে চা পরিবেশন করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ডলি চাওয়ালা। সঙ্গে তার পোশাক পরিচ্ছদও নজর কাড়ে সকলের। আর পাঁচটা সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা তার ড্রেসিং স্টাইল। এমনকি সে তাঁর অনন্য হেয়ার স্টাইলের জন্যও সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হিসাবে থাকেন। প্রসঙ্গত উল্লেখ্য, নাগপুর সদর এলাকায় চা বিক্রি করেন ডলি। দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছেন তিনি। প্রায় ১৬ বছর ধরে নাগপুরের সিভিল লাইন এলাকায় একটি চায়ের দোকান চালিয়েই সংসার চালান তিনি।
আরও পড়ুন: Kanchan Sreemoyee: ঠিকভাবে করতে পারেননা! তিনবার বিয়ের পরেও নেই অভিজ্ঞতা, যা জানালেন শ্রীময়ী