Bidipta Sharma: বর্তমানে মানুষ ইউটিউব বা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে থাকেন। আজকাল প্রায়ই শোনা যায় ইউটিউবে চ্যানেলের কথা যেখা কেউ নিজের নিত্যদিনের রুটিন দর্শকদের সাথে ভাগ করে নেয় আবার কেউ বা সুন্দর নাচের বা গানের ভিডিও পোস্ট করে থাকেন। তেমনই বিদীপ্তা শর্মা (Bidipta Sharma) হলেন একজন খ্যাতনামা নৃত্যশিল্পী, তিনি নাচের ক্লাস ও ওয়ার্কশপ করে থাকেন।
এক বছর আগে তিনি ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ গানটিতে নৃত্য পরিবেশন পরিবেশন করেন। যা নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেন এবং সেই ভিডিও পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে যায়। দর্শক তার নাচ দেখে মুগ্ধ হন এবং ভিডিওটিকে প্রচুর ভালোবাসাও দিয়েছেন। একে তো রবি ঠাকুরের গান তার উপর বিদীপ্তার অসাধারণ নাচ ও অঙ্গিভঙ্গিমা এই বেশি দৃষ্টি আর্কষণ করেছে।
গায়ক ঋষি পান্ডার গাওয়া ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ গানে নাচ করেছে বিদীপ্তা। নাছটি পরিবেশন করার সময় পরনে তার হালকা লাল রঙের শাড়ি ও একই রঙের হাফ স্লীভ ব্লাউজ। দুর্দান্ত এই পোশাকের সাথেই অসাধারণ মেকআপ, খোঁপা বাঁধা চুল, চোখে কাজল যেন মন কেড়ে নিতে বাধ্য।
Bidipta Sharma Viral Video On Youtube:
এখনও পর্যন্ত 2,90,905 জন মানুষের থেকেও বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। লাইক ও কমেন্ট এসেছে প্রচুর বিদীপ্তার উদ্দেশ্যে। কেউ লিখেছে -‘মনোমুগ্ধকর নৃত্য’। দ্বিতীয়জন লিখেছে -‘রবীন্দ্র সংগীত ও বিদীপ্তার নাচ (Bidipta Sharma) যেন একটা স্পেশাল কম্বো।’
আরও পড়ুন: Viral Video: সাউথের মুভির গানে কোমর দোলালেন শ্রীলঙ্কার এক যুবতী; ভাইরাল ভিডিও