ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

শীত আসার আগেই জবা গাছে দিন এই দুর্দান্ত সার, কয়েকদিনেই মিলবে গাছ ভর্তি ফুল

Published on:

গাছ লাগাতে অনেকেই ভীষন ভালবাসেন। গাছ পরিবেশের জন্য ভীষন উপকারী । তাই বাড়িতে কিছুটা জায়গা থাকলে সকলেরই উচিত কোনো না কোনো গাছ লাগানো। আমাদের সকলের একটি প্রয়োজনীয় ফুল হলো জবাফুল ।বিভিন্ন পুজোতে এই ফুল লাগে।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

Hibiscus Flower2, শীত আসার আগেই জবা গাছে দিন এই দুর্দান্ত সার কয়েকদিনেই মিলবে গাছ ভর্তি ফুল, শীত আসার আগেই জবা গাছে দিন এই দুর্দান্ত সার, কয়েকদিনেই মিলবে গাছ ভর্তি ফুল

সামনেই কালীপুজো এবং কালী পুজোতে জবা ফুল বিশেষ প্রয়োজনীয়। অনেক সময় দেখা যায় বাড়িতে জবা গাছ লাগালে ভালো ফুল ফোটে না। কিন্তু এমন কিছু সার রয়েছে যদি আপনি সেগুলি প্রয়োগ করেন তবে শীতকালেও জবা ফুল গাছে প্রচুর ফুল আসবে।

Hibiscus Flower1, শীত আসার আগেই জবা গাছে দিন এই দুর্দান্ত সার কয়েকদিনেই মিলবে গাছ ভর্তি ফুল, শীত আসার আগেই জবা গাছে দিন এই দুর্দান্ত সার, কয়েকদিনেই মিলবে গাছ ভর্তি ফুল

প্রথমে আপনাদের ভাল মানের জবা গাছের চারা নিয়ে এসে সেটিকে পুততে হবে এবং সেটিকে বড় করতে হবে । জবা গাছ কিছুটা বড় হলে তার মধ্যে দই পোকার আক্রমণ হতে পারে। এই পোকা থেকে রক্ষা করার জন্য আপনারা জৈব সার ব্যবহার করতে পারেন । এই কীটনাশক 1 লিটার জলের মধ্যে 1ml মিশিয়ে নেবেন । তারপরে সেই জল আপনার জবা ফুল গাছের মধ্যে স্প্রে করে দিন।

Hibiscus Flower3, শীত আসার আগেই জবা গাছে দিন এই দুর্দান্ত সার কয়েকদিনেই মিলবে গাছ ভর্তি ফুল, শীত আসার আগেই জবা গাছে দিন এই দুর্দান্ত সার, কয়েকদিনেই মিলবে গাছ ভর্তি ফুল

এছাড়াও সুপার ফসফেট সার যদি আপনি জবা গাছের গোড়ায় দেন তাহলে এই গাছের শেকড় মজবুত হবে এবং তাতে গাছের বৃদ্ধি ভালোভাবে হবে। আবার যেকোনো অনুখাদ্য জবা গাছের গোড়ায় দিতে পারেন। সেটিও জবা গাছের বৃদ্ধির জন্য খুবই কার্যকরী। এছাড়া পুরনো গোবর সার যদি জবা গাছে প্রয়োগ করা যায় তাতে গাছের বৃদ্ধি তাড়াতাড়ি হয়। জবা গাছের গোড়ায় সরিষা বা বাদামের খোলা দিতে পারেন তার মাধ্যমে গাছে নাইট্রোজেন ( Nitrogen) এর মাত্রা বেশি থাকবে ।এই উপায়গুলো যদি আপনারা অবলম্বন করেন তবে আপনার গাছে প্রচুর ফুল ফুটবে এবং গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনাও কমবে।

About Author

Leave a Comment