ক্রিকেট গসিপক্রিকেট ভাইরালচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫সেরা ৩/৫অন্যান্য খেলাধুলা

Ravi Kishan’s Daughter: গ্ল্যামার দুনিয়ার মোহ ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিলেন রবি কিষাণের কন্যা, অনুপম খের দিলেন বড় বয়ান !!

Updated on:

Ravi Kishan’s Daughter: গ্ল্যামারের জগত ত্যাগ করে এবার দেশের জন্য নিজেকে তৈরি করেছেন রবি কিষান কন্যা। রবি কিষান এর কন্যা ইশিতা দেশের সেবায় ব্রতী হয়েছেন , সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তিনি। গত বুধবার এই খবর পাওয়া গেছে। সোস্যাল মিডিয়ায় মাধ্যমে এই খবর ছড়িয়ে গেছে। এই খবর রবি কিষানের বন্ধু অনুপম খের এর কানে পৌঁছালে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। তিনি টুইটারে টুইট করে রবি কিষান এর কন্যাকে শুভেচ্ছা পাঠিয়েছেন। তার মতে ঈশিতার এই পদক্ষেপ বাকি অনেককে অনুপ্রেরণিত করবে।

WhatsApp Group   Join Now
Telegram Group   Join Now

অনুপম খের টুইট করে লেখেন, “আমার প্রিয় বন্ধু রবি কিষান (Ravi Kishan)। আপনার মেয়ে ঈশিতার সম্পর্কে খবর অনুপ্রেরণাদায়ক। যে সে অগ্নীবীর প্রকল্পের অধীনে যে আমাদের দেশের হয়ে সেনাবাহিনীতে যোগ দিতে চলেছেন। আমি অনেক খুশি এবং গর্বিত। ঈশিতাকে আমার ভালবাসা ও আশীর্বাদ দেবেন। আর ওকে বলবেন ওর এই পদক্ষেপ অনেক মেয়েকে অনুপ্রেরণা দেবে।”

Ravi Kishan'S Daughter
Ravi Kishan’S Daughter

অনুপম খের তার টুইটারে এই পোস্ট লিখে রবি কিষান (Ravi Kishan) ও তার মেয়ে ঈশিতার একটি ছবিও শেয়ার করেছেন। রবি কিষান নিজেও তাঁর মেয়ের এই সাহসীকতার খবর মিডিয়ায় শেয়ার করেছিলেন। গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেওয়ার কথা রবি কিষান জানিয়েছিলেন।

 

রবি কিষান তার মেয়ে ঈশিতার সম্পর্কে সোস্যাল মিডিয়ায় লিখেছেন,” আমার সাহসী মেয়ে ঈশিতা আমাদের দেশের সেবা করার জন্য গত ৩বছর ধরে খুব কঠোর পরিশ্রম করেছে। দিল্লিতে অধিদপ্তরের ৭ গার্লস ব্যাটালিয়নের একজন ক্যাডেট। তীব্র ঠান্ডায় প্রশিক্ষণ নিয়েছে তিনি। কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের প্যারডের জন্য কুয়াশার সঙ্গে লড়াই করেছে । ঈশিতা আমাকে বলেছিল যে সে অগ্নীপথ মাধ্যমে সেনাবাহিনীতে যোগ দেবে। আমি তাকে বলেছি এগিয়ে যাও বেটা।”

রবি কিষান একজন জনপ্রিয় ভোজপুরি অভিনেতা। এবং তিনি বেশ কয়েকটি হিন্দি ছবিতে ও সিরিয়ালেও অনেক কাজ করেছেন তিনি। তিনি তার ছোটোবেলার প্রমিকা প্রীতিকে বিয়ে করেন। তার তিনি মেয়ে আর এক ছেলে। মেয়ে রিভা, তানিষ্কা আর ঈশিতা আর ছেলে সাক্ষম। তার এই চার সন্তানের কেউউ ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেনি।

আরও পড়ুন – ছোট থেকেই করতেন কালেক্টরের কাজ, মাত্র মাত্র 22 বছর বয়সে IAS অফিসার হন রোমান সাইনি

About Author