Bollywood Actress: ঠিকে থাকার লড়াই জারি রয়েছে সর্বত্র। এমনকি বিনোদন জগতেও যথেষ্ট প্রতিযোগীতা রয়েছে। বিশেষতঃ সিনেমা জগতে শিল্পীদের অভ্যন্তরে প্রতিযোগীতা চলে অনবরত। এমন অনেক তারকা রয়েছেন, যারা খুব অল্প সময়েই সফলতা পেয়ে যান। আবার অনেকে দীর্ঘদিনের প্রচেষ্টাতেও সাফল্য অর্জন করতে পারেন না। তবে এমন পাঁচজন অভিনেত্রীর কথা জেনে নিন, যারা বলিউডে যথেষ্ট সাফল্য পেয়েও সিনেমা জগৎ ছেড়ে গেছেন। জেনে নিন সেই পাঁচ অভিনেত্রীর (Bollywood Actress) কথা–
১.সোফিয়া হায়াত :
বিগত দশকের অত্যন্ত সুন্দরী বলিউড অভিনেত্রী সোফিয়া হায়াত। তাঁর সৌন্দর্য্যে মুগ্ধ ছিলেন দর্শকরা। কিন্তু এই অভিনেত্রী বলিউড থেকে অচিরেই বিদায় নেন।
২. সানা খান :
বলিউডের এই অভিনেত্রীকে সালমান খানের সাথে অভিনয় অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে ধর্মের পথে যাত্রার জন্য তিনি বলিউড ত্যাগ করেন।
৩. জাইরা ওয়াসিম :
ইঁনি বলিউডে যথেষ্ট পরিচিত অভিনেত্রী ছিলেন। আমির খানের ‘দঙ্গল’ ছবিতে কাজ করার পর তাঁর জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল। এই অভিনেত্রীও ধর্মের নামে বলিউড ইন্ডাস্ট্রি ত্যাগ করে চলে যান।
আরও পড়ুন – Srishti Majumder: ‘যদি ভালোবাসিস আমারে’ গানে দুর্দান্ত নাচ ছোট্ট রুপার, ভাইরাল ভিডিও
৪. ময়ূরী কাঙ্গো:
এই অভিনেত্রীর যথেষ্ট জনপ্রিয়তা ছিল। তবে তিনি বৈবাহিক সূত্রে বলিউড ত্যাগ করেন। ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বামীর সঙ্গে থাকতে শুরু করেন। ফলে বলিউডে ফিরে আসা হয়নি তাঁর।
৫. আয়েশা টাকিয়া :
ইঁনিও বলিউডের যথেষ্ট জনপ্রিয় অভিনেত্রী। তাঁর প্রচুর ছবি জনপ্রিয় হয়েছিল। সালমান খানের সাথে তিনি ‘ওয়ান্টেড’ ছবিতে কাজ করেন। তবে এই অভিনেত্রীও বলিউড ছেড়ে চলে যান।